Texas Mass Shooting: টেক্সাসের শপিং মলে বন্দুকবাজের নৃশংস হামলা, মৃত অন্তত ৮, আহত অনেক

Gunman Attack: টেক্সাস পুলিশ বিভাগের প্রধান ব্রায়ান হার্ভি জানান, গুলি চালানোর খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌছয় পুলিশ। প্রাণের ঝুঁকি নিয়ে শপিং মলে উপস্থিত সাধারণ মানুষদের উদ্ধার করে আনা হয়। আহতদের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

Texas Mass Shooting: টেক্সাসের শপিং মলে বন্দুকবাজের নৃশংস হামলা, মৃত অন্তত ৮, আহত অনেক
শপিং মলের ভিতর থেকে বের করে আনা হচ্ছে সাধারণ মানুষকে।
Follow Us:
| Edited By: | Updated on: May 07, 2023 | 10:08 AM

ডালাস: বন্দুকবাজের হামলায় (Gunman Attack) ফের রক্তাক্ত মার্কিন মুলুক। প্রায় প্রতিদিনই আমেরিকার কোথাও না কোথাও বন্দুকবাজের হামলার ঘটনা ঘটছে। শনিবার আমেরিকার টেক্সাসের  (Texas) উত্তরে অবস্থিত ডালাসে চলল বন্দুকবাজের হামলা। জানা গিয়েছে, টেক্সাসের একটি শপিং মলে হামলা চালায় এক যুবক। বন্দুক নিয়ে শপিং মলের ভিতরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ওই যুবক। গুলি লেগে কমপক্ষে নয়জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শেষ খবর অনুযায়ী, হামলায় কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছেপুলিশ ওই বন্দুকবাজকে গুলি করে নিকেশ করেছে।

ডালাসের ইমার্জেন্সি সার্ভিসের আধিকারিকরা জানান, শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ডালাসের শপিং মলে গুলি চালানোর খবর মেলে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেই সময় শপিং মলে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। ভয়ে, আতঙ্কে তারা শপিং মল ছেড়ে পালানোর জন্য ছোটাছুটি শুরু করেন। পুলিশের তরফে জানানো হয়েছে, কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ বছরের শিশুও রয়েছে। আহতদের বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বন্দুকবাজের হামলায়  ৯জনের মৃত্য়ুর খবর শোনা গেলেও, প্রশাসনের তরফে পরে জানানো হয়, আটজনের মৃত্যু হয়েছে।

টেক্সাস পুলিশ বিভাগের প্রধান ব্রায়ান হার্ভি জানান, গুলি চালানোর খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌছয় পুলিশ। প্রাণের ঝুঁকি নিয়ে শপিং মলে উপস্থিত সাধারণ মানুষদের উদ্ধার করে আনা হয়। আহতদের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, অভিযুক্তের সঙ্গে পুলিশের লড়াই হয় বলেই জানা গিয়েছে। সংঘর্ষে বন্দুকবাজের মৃত্য়ু হয়েছে। তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। হামলার কারণও জানা যায়নি।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এই গণহত্যার ঘটনাকে অভাবনীয় বিপর্যয় বলে উল্লেখ করেছেন।