করোনা আবহেই হাজির ‘রহস্যময়’ রোগ, রক্তবমির পর মৃত একাধিক

অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৫ ছাড়িয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে আরও ৫০ জনের।

করোনা আবহেই হাজির 'রহস্যময়' রোগ, রক্তবমির পর মৃত একাধিক
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Feb 08, 2021 | 4:39 PM

চুনিয়া: করোনার প্রকোপ এখনও কমেনি। বিশ্বের একাধিক দেশ দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত। এর মধ্যেই ছড়াতে শুরু করেছে নতুন এক ধরনের রোগ। তানজানিয়ার দক্ষিণ-পশ্চিমাংশের একাধিক মানুষ ইতিমধ্যেই এই অজ্ঞাত রোগের বলি হয়েছেন। তানজানিয়ার (Tanzania) পশ্চিমাংশে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৫ ছাড়িয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে আরও ৫০ জনের।

কীভাবে এই অজ্ঞাত রোগ ছড়াল, তার কারণ জানার জন্য ইতিমধ্যেই তানজানিয়ার চুনিয়া জেলার পৌঁছেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সেখান থেকেই রক্তবমির পর হাসপাতালে নিয়ে এলে মৃত্যু হয় একাধিক ব্যক্তির। স্বাস্থ্য বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, যকৃত ও পাকস্থলীতে সমস্যার ফলেই আক্রান্ত হয়েছেন তাঁরা। সেখানকার প্রধান স্বাস্থ্য আধিকারিক ফেলিস্তা কিসান্ডু ওই এলাকার মানুষকে সিগারেট ও মদ খেতে নিষেধ করেছেন।

পারদের বিষক্রিয়ার ফলে এই প্রাদুর্ভাব ছড়িয়েছে কিনা তা জানার জন্য আক্রান্তদের রক্ত ও ওই অঞ্চলের বিভিন্ন ধরনের জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালাচ্ছেন স্বাস্থ্য আধিকারিকরা। তানজানিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডোরথ গাজিমা সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য একটি বিশেষজ্ঞ দলকে সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানে অস্তিত্ব হারাচ্ছে মন্দির, নির্যাতনের শিকার হিন্দুরা, রিপোর্ট সুপ্রিম কোর্টে

করোনা মহামারীকে অধিক গুরুত্ব না দেওয়ার আন্তর্জাতিক মহলে অভিযোগের আঙুল উঠেছিল তানজানিয়ার বিরুদ্ধে। সে দেশের কর্তৃপক্ষ করোনা রোখার জন্য ভেষজ ওষুধের পরামর্শ দিয়েছিল নাগরিকদের। তবে এই ওষুধ কতটা কার্যকরী, সে সংক্রান্ত কোনও রিপোর্টই প্রকাশ করেনি তানজানিয়া সরকার। বরং গত বছর জুন মাস থেকেই করোনা সংক্রান্ত রিপোর্ট প্রকাশ বন্ধ করে দেয় তানজানিয়া। ওয়ার্ল্ডমিটারের তথ্য হিসেবে সে দেশে এখনও সক্রিয় ৩০৫ জন করোনা আক্রান্তের হিসেব থাকলেও প্রেসিডেন্ট জন মাগুফুলি গত বছরই তানজানিয়াকে করোনা মুক্ত দেশ ঘোষণা কর ভ্যাকসিন না নেওয়ার পরিকল্পনা সম্পর্কে জানিয়েছেন।