পাক সেনাকে ভ্যাকসিন উপহার ‘বন্ধু’ লাল ফৌজের
বিবৃতিতে চিনা প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, চিনের সেনাবাহিনীর পরে পাক সেনাবাহিনীই প্রথম চিনা ভ্যাকসিন পেয়েছে।
ইসলামাবাদ: আগেই চিনের তরফে ৫ লক্ষ করোনা টিকার (COVID vaccine) ডোজ় পৌঁছেছে পাকিস্তানে (Pakistan)। এ বার আলাদা করে পাক সেনার জন্য টিকা পাঠাল পিওপলস লিবারেশন আর্মি। রবিবারই লাল ফৌজ মারফত টিকা এসেছে পাকিস্তানে। বিবৃতি দিয়ে চিনা প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, কেন্দ্রীয় মিলিটারি কমিশনের অনুমতি নিয়েই পাক সেনাকে ভ্যাকসিন উপহার দিয়েছে চিন।
পাকিস্তান ছাড়াও কম্বোডিয়ার সেনাবাহিনীকে টিকা পাঠিয়েছে পিএলএ। বিবৃতিতে চিনা প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, চিনের সেনাবাহিনীর পরে পাক সেনাবাহিনীই প্রথম চিনা ভ্যাকসিন পেয়েছে। অন্যদিকে কম্বোডিয়াও দাবি করেছে, তাদের সেনাবাহিনী প্রথম পাকিস্তান থেকে টিকা পেয়েছে। এর আগে একাধিকবার প্রকাশ্যে এসেছে পাকিস্তান ও চিনের সেনাবাহিনীর ‘বন্ধুত্ব।’ অতীতে এক চিনা জেনারেল দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হিসেবে সেনাবাহিনীর বন্ধুতের কথা জানিয়েছিলেন।
তাই পাক সেনাকে টিকা উপহার দেওয়ায় অবাক হচ্ছেন না কূটনৈতিক বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই পাক সেনাবাহিনীর হাতে চিনের সিনোফার্ম করোনা টিকা তুলে দেওয়ার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তবে কত সংখ্যক টিকা পাকিস্তানে পৌঁছেছে তা এখনও কোনও দেশই প্রকাশ্যে আনেনি।
আরও পড়ুন: করোনা আবহেই হাজির ‘রহস্যময়’ রোগ, রক্তবমির পর মৃত একাধিক
পাকিস্তান, কম্বোডিয়া ছাড়া সংযুক্ত আরব আমিরশাহী, মরক্কো, ইন্দোনেশিয়া, তুরস্ক, ব্রাজিল, চিলি, নেপাল, ফিলিপিনস, মঙ্গোলিয়া, শ্রীলঙ্কা, বেলারুস-সহ আরও একাধিক দেশে করোনা টিকা পাঠানোর কথা জানিয়েছে চিন। ড্রাগনের তরফে ইতিমধ্যেই করোনা টিকা পৌঁছেছে সংযুক্ত আরব আমিরশাহী, মরক্কো, ইন্দোনেশিয়া, তুরস্ক, ব্রাজিল ও চিলিতে, এ কথাও জানিয়েছেন চিনা বিদেশ মন্ত্রী ওয়াং লি।