করোনা টিকা নিতেই মিলছে শাড়ি-লুঙ্গি কেনার খরচ
সাধারণ মানুষকে টিকাপন্থী করতেই এই অভিনব উদ্যোগ
ঢাকা: দীর্ঘ করোনা যুদ্ধের পর হাতে এসেছে করোনা (COVID) প্রতিষেধক। ভারত থেকে করোনা টিকা পৌঁছেছে বাংলাদেশেও (Bangladesh)। সেরামের করোনা টিকার মাধ্যমে হাসিনার দেশে চলছে টিকাকরণ কর্মসূচি। তার মধ্যেই সাধারণ মানুষকে টিকাপন্থী করতে অভিনব উদ্যোগের খবর এল বাংলাদেশ থেকে। সে দেশের নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় করোনা টিকা নিতেই মিলল শাড়ি আর লুঙ্গি কেনার টাকা।
রবিবার সেই উপজেলায় শুরু হয় করোনা টিকাকরণ কর্মসূচি। ব্যক্তিগত উদ্যোগেই উদ্বোধনের দিন যাঁরা টিকা নিলেন তাঁদের শাড়ি-লুঙ্গি কেনার জন্য ৫০০ টাকা করে উপহার দিলেন সাংসদ মো. আবদুল কুদ্দুসি। এ দিন গুরুদাসপুর উপজেলায় টিকা নিতে এসেছিলেন ৪১ জন। বড়াইগ্রাম উপজেলায় টিকা নিয়েছেন ৪০ জন। তাঁদের প্রত্যেকের হাতেই শাড়ি ও লুঙ্গি কেনার জন্য ৫০০ টাকা তুলে দেন সাংসদ।
আরও পড়ুন: পাক সেনাকে ভ্যাকসিন উপহার ‘বন্ধু’ লাল ফৌজের
সাংসদের এহেন উদ্যোগে খুশি টিকা প্রাপকরা। এই উদ্যোগ সম্পর্কে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, টিকা নিয়ে প্রচার হলেও মানুষের মধ্যে টিকা ভীতি কাটছে না। তাই ব্যক্তিগত উদ্যোগে টিকা নেওয়ায় আগ্রহ বাড়ানোর চেষ্টা চালিয়েছেন তিনি। বাংলাদেশের আগে টিকাকারণ শুরু হয়েছে ভারতে। ১৬ জানুয়ারি করোনা টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছিল ভারতে। আর ক’টা দিন পরেই করোনা টিকার দ্বিতীয় ডোজ় পেয়ে যাবেন প্রথম দপার টিকা প্রাপকরা। দেশে এ পর্যন্ত মোট করোনা টিকা পেয়েছেন ৫৮ লক্ষ ১২ হাজার ৩৬২ জন।