শ্বশুরের ঘুষিতে ঘরজামাইয়ের মৃত্যু, পুলিশের দ্বারস্থ মেয়ে

ঘটনার পর থেকেই পলাতক শ্বশুর মো. চান। তাঁকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

শ্বশুরের ঘুষিতে ঘরজামাইয়ের মৃত্যু, পুলিশের দ্বারস্থ মেয়ে
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Feb 06, 2021 | 5:54 PM

বেঙ্গুলিয়া: শ্বশুরের ঘুষিতে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জামাই। অবশেষে হাসপাতালেই প্রাণ হারালেন তিনি। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে বাংলাদেশের (Bangladesh) গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায়। রংপুর জেলার পীরগঞ্জের বাসিন্দা আনছার আলি ঘরজামাই হয়ে থাকতেন বেঙ্গুলিয়ায় শ্বশুর মো. চান মিয়ার বাড়িতে। মেয়ের অভিযোগ, বাবা মো. চানের কিল-ঘুষিতেই প্রাণ হারিয়েছেন তাঁর স্বামী।

ইতিমধ্যেই থানায় মো. চানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে মেয়ে হামিদা বেগম। তাঁর দাবি, নতুন ঘর দেওয়ার জন্য মো. চান, আনছারের কাছে টাকা চেয়েছিলেন। সেই টাকা না পেয়েই আনছারকে কিল-ঘুষি মারেন মো. চান। পলাশবাড়ি থানার পরিদর্শক মতিউর রহমান জানান, ঘটনার দিন প্রথমে কথা কাটাকাটি হয় আনছার আলি ও মো. চানের মধ্যে। সেই সময়ই উত্তেজিত হয়ে জামাইকে কিল-ঘুষি মারেন শ্বশুর। গুরুতর জখম অবস্থায় আনছার আলিকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গভীর রাতে মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন: আটক সু কি: বন্ধ ইন্টারনেট, মায়ানমারে ‘সামরিক স্বৈরাচারের’ বিরুদ্ধে প্রতিবাদ

হামিদা বেগমের দায়ের করা মামলার প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক শ্বশুর মো. চান। তাঁকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, রাতেই উদ্ধার হয়েছে লাশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।