Crude Oil on Russia-Ukraine Conflict: পুতিনের ‘হামলায়’ ব্যারেল প্রতি অপরিশোধিত তেল ১০০ ডলার, কোথায় থামবে সন্দিহান বিশেষজ্ঞরা

Russia-Ukraine Conflict:বৃহস্পতিবার, পূর্ব ইউক্রেনে সেনা অভ্যুত্থানের ঘোষণা করে রাশিয়া। সূত্রের খবর, এই মুহূর্তে কিয়েভ দখলের পরিকল্পনা নেই মস্কোর

Crude Oil on Russia-Ukraine Conflict: পুতিনের ‘হামলায়’ ব্যারেল প্রতি অপরিশোধিত তেল ১০০ ডলার, কোথায় থামবে সন্দিহান বিশেষজ্ঞরা
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 24, 2022 | 2:35 PM

নয়া দিল্লি: প্রথমে স্বাধীন ঘোষণা তারপর আগ্রাসনের প্রস্তুতি- পূর্ব ইউক্রেনে দোনেৎস্ক ও লুহানস্ককে  রাশিয়ার এ হেন পদক্ষেপে তড়তড়িয়ে বাড়ল অপরিশোধিত তেলের দাম। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল দখলের ঘোষণা করলে বিশ্ব বাজারে তেলের দরে অস্বাভাবিক উত্থান লক্ষ্য পড়ে। ব্যারেল প্রতি ১০০ ডলার অপরিশোধিত তেলের দাম পৌঁছয়। যা ২০১৪ সালের পর রেকর্ড উচ্চতায় পৌঁছল। 

বৃহস্পতিবার, পূর্ব ইউক্রেনে সেনা অভ্যুত্থানের ঘোষণা করে রাশিয়া। সূত্রের খবর, এই মুহূর্তে কিয়েভ দখলের পরিকল্পনা নেই মস্কোর। কিন্তু রাশিয়ার এই পদক্ষেপে নতুন করে নড়েচড়ে বসেছে আমেরিকা-সহ গোটা ইউরোপের দেশগুলি। ইতিমধ্যেই রাশিয়ার উপর নানা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনও কিছু ভ্রুক্ষেপ না করে পুতিনের এই আগ্রাসন নীতিতে শঙ্কিত গোটা বিশ্ব। কিয়েভ দখলের আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

এই মুহূর্তে রাশিয়া-ইউক্রেনের সংঘাত কার্য যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। তেল নির্ভর ইউক্রনে অস্থিরতার জেরে স্বাভাবিক ভাবেই প্রভাব পড়েছে অপরিশোধিত তেলে। এদিন এশিয়ার বাজারে সকাল ৯টা নাগাদ ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে তেলের দাম দাঁড়ায় ৯৯.৭২ ডলার প্রতি ব্যারেল। বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকা-ব্রিটেনের নিষেধাজ্ঞায় প্রভাব পড়তে পারে রাশিয়ার অপরিশোধিত তেল রফতানিতেও। এর ফলে ব্যারেল প্রতি ১০০ ডলারের উপরই অপরিশোধিত তেলের দাম থাকবে। 

উল্লেখ্য, করোনা মহামারী কাটিয়ে বিশ্ব অর্থনীতি সচল হওয়ার দরুন গত নভেম্বর থেকে অপরিশোধিত তেলের দাম ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চাহিদা বেড়ে যাওয়ায় জোগানে টান পড়েছে বিভিন্ন দেশে। তার মধ্যে ইউক্রেন-রাশিয়ার সংঘাত আলাদা তাৎপর্য পেয়েছে ক্রমবর্ধমান অপরিশোধিত তেলের দরে। এই অভূতপূর্ব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি বৈঠকে বসছে ওপেক গোষ্ঠীর দেশগুলি। তেলের জোগান মেটাতে আরও দ্রুত উৎপাদন করা যায় কি না ওই বৈঠকে আলোচনা হতে পারে। 

আরও পড়ুন- ‘সুরক্ষিত জায়গায় আশ্রয় নিন’, ভারতীয়দের ইউক্রেন থেকে ফেরাতে বিকল্প পথ খুঁজছে বিদেশমন্ত্রক