Imran Khan: আরও বিপাকে ইমরান, প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত।
ইসলামাবাদ: আবারও বিপাকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী (Pakistan Ex-PM) ইমরান খান (Imran Khan)। সোমবার তাঁর বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। এবার এক মহিলা বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল জেলা আদালত।
জানা গিয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের এদিন আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু, অতিরিক্ত নিরাপত্তার দাবি জানিয়ে হাজিরা এডিয়ে গিয়েছেন ইমরান। এরপরই প্রাক্তন প্রধানমন্ত্রীর আবেদন খারিজ করে দিয়ে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। আগামী ২৯ মার্চ তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঠিক কী করেছিলেন ইমরান খান? জানা গিয়েছে, গত বছর অগাস্টে ইমরান খান একটি ব়্যালি করেন। তাঁর বিশেষ সহকারী শাহবাজ গিল জেল হেফাজতে অত্যাচারের শিকার হচ্ছেন অভিযোগেই ব়্যালি করেন তিনি। এই ঘটনার প্রেক্ষিতে বিচারক জেবা চৌধুরীকে হুমকি রীতিমতো হুমকি দেন ইমরান খান। তিনি বলেন, “তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, নিজেকে প্রস্তুত করুন।”
বিচারকের উদ্দেশ্যে ইমরান খানের এই মন্তব্যের পরই তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধারায় এফআইআর দায়ের হয়। তারপর ইসলামাবাদ হাইকোর্ট ভর্ৎসনার সুরে জানায়, তিনি (ইমরান খান) সীমারেখা পেরিয়ে গিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর বিচারকের কাছে ক্ষমা চাওয়া উচিত বলেও জানায় আদালত। এরপর এই মামলার শুনানিতে ইমরান খানকে এদিন আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু, ইমরান খান আদালতে হাজিরা না দেওয়ায় এদিন তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা দায়ের করল আদালত।
প্রসঙ্গত, এর আগেও ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। তাঁকে গ্রেফতার করতে ইমরানের লাহোরের বাড়িতেও গিয়েছিল ইসলামাবাদ পুলিশ। কিন্তু, ইমরান সমর্থকদের অনুগামীদের প্রবল বাধার মুখে পড়তে হয় পুলিশকর্মীদের। দু-পক্ষের মধ্যে সংঘর্ষও বাধে। শেষ পর্যন্ত পুলিশ ইমরানের বাড়িতে ঢুকলেও তাঁর হদিশ পায়নি।