China’s Loan to Pakistan: ডুবন্ত পাকিস্তানের ‘লাইফ জ্যাকেট’ চিন, ১৩০ কোটি ডলারের ঋণ দেবে জিনপিংয়ের দেশ

Pakistan Financial Crisis: শুক্রবারই পাকিস্তানের অর্থমন্ত্রী টুইট করে জানান, চিন পাকিস্তানকে আর্থিক ঋণ দিতে রাজি হয়েছে। মোট ১.৩ বিলিয়ন ডলার ঋণ দেবে চিনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাঙ্ক। ইতিমধ্যেই প্রথম দফায় ৫০০ মিলিয়ন ডলার আর্থিক সাহায্য পেয়েছে পাকিস্তানের সেন্ট্রাল ব্যাঙ্ক।

China's Loan to Pakistan: ডুবন্ত পাকিস্তানের 'লাইফ জ্যাকেট' চিন, ১৩০ কোটি ডলারের ঋণ দেবে জিনপিংয়ের দেশ
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Mar 04, 2023 | 10:30 AM

ইসলামাবাদ: অবশেষে আশার আলো দেখল পাকিস্তান (Pakistan)। আর্থিক সঙ্কটে ধুঁকতে থাকা পাকিস্তানের পরিত্রাতা হয়ে উঠল বন্ধু দেশ চিনই (China)। শুক্রবারই চিনের তরফে পাকিস্তানকে ঋণ দেওয়ার কথা ঘোষণা করা হল। পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দর (Ishaq Dar) জানান, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাঙ্ক অব চিন লিমিটেড পাকিস্তানকে মোট ১.৩ বিলিয়ন বা ১৩০ কোটি ডলারের আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। মোট তিন দফায় এই আর্থিক ঋণ দেওয়া হবে। ইতিমধ্যেই ঋণের প্রথম কিস্তি পেয়ে গিয়েছে পাকিস্তান, এমনটাই জানিয়েছেন সে দেশের অর্থমন্ত্রী।

শুক্রবারই পাকিস্তানের অর্থমন্ত্রী টুইট করে জানান, চিন পাকিস্তানকে আর্থিক ঋণ দিতে রাজি হয়েছে। মোট ১.৩ বিলিয়ন ডলার ঋণ দেবে চিনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাঙ্ক। ইতিমধ্যেই প্রথম দফায় ৫০০ মিলিয়ন ডলার আর্থিক সাহায্য পেয়েছে পাকিস্তানের সেন্ট্রাল ব্যাঙ্ক। এই ঋণের ফলে পাকিস্তানের ফরেক্স রিজার্ভ বা বিদেশি মুদ্রার ভান্ডার বৃদ্ধি পাবে বলেই জানিয়েছেন পাক অর্থমন্ত্রী।

তিনি জানান, আগে যে অর্থ সাহায্য করেছিল চিন, তা সম্প্রতিই পাকিস্তান আইসিবিসি-কে ফেরত দিয়েছে। তবে এরফলে পাকিস্তানের বিদেশি মুদ্রার ভাণ্ডার প্রায় ফাঁকা হয়ে গিয়েছে, মাত্র তিন সপ্তাহের আমদানির মতো টাকা ছিল পাকিস্তানের কাছে।  বিদেশি মুদ্রার ভাণ্ডার বাড়াতে চিন ইতিমধ্যেই ৭০০ মিলিয়ন ডলারের ঋণ দিয়েছে।

ইশাক দর জানান, পুরনো ঋণ মিটিয়ে দেওয়ার পরই চিন ২ বিলিয়ন ডলারের আর্থিক ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে চলতি অর্থবর্ষে আর্থিক ঘাটতি মেটাতে ৫ বিলিয়ন ডলারের প্রয়োজন পাকিস্তানের। ইতিমধ্যেই আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সঙ্গে কথা হয়েছে পাকিস্তানের। আগামী সপ্তাহেই ইসলামাবাদ আইএমএফের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে পারে। এরপরে আরও আর্থিক সাহায্য পাবে পাকিস্তান, এমনটাই জানিয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী। আইএমএফের কাছ থেকে অর্থ সাহায্যের জন্য ইতিমধ্যেই একাধিক শর্ত পূরণ করেছে পাকিস্তান, এ কথাও উল্লেখ করেন তিনি।