WHO on COVID-19 Origin: উহানের ল্যাব থেকে ইচ্ছাকৃতভাবেই ছড়ানো হয়েছিল করোনা? উৎস নিয়ে কী বলল WHO?
COVID-19 Origin: করোনার উৎস নিয়ে আমেরিকা-চিনের এই টানাপোড়েনের মধ্যেই এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সমস্ত দেশকেই করোনার উৎস সম্পর্কে যা যা তথ্য জানা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে ভাগ করে নেওয়ার আবেদন করা হয়েছে।
জেনেভা: ৪ বছর হতে চলল, এখনও অবধি অজানাই রয়ে গিয়েছে করোনা সংক্রমণের উৎস (COVID-19 Origin) কোথায়। বিগত কয়েক বছরে একাধিক তত্ত্ব উঠে এসেছে করোনার উৎস নিয়ে, কিন্তু কোনও তত্ত্বের স্বপক্ষেই যুক্তিযুক্ত প্রমাণ পেশ করা যায়নি। সম্প্রতিই আমেরিকার (USA) তরফে দাবি করা হয়, কোনও দুর্ঘটনা নয়, চিনের উহানের ল্যাব (Wuhan Lab) থেকেই লিক হয়ে হয়েছিল করোনা ভাইরাস। যদিও বেজিংয়ের তরফে এই দাবি অস্বীকার করা হয়েছে এবং এর তীব্র প্রতিবাদও জানানো হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতেই এবার ময়দানে নামল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-র তরফে সকল দেশের কাছেই আর্জি জানানো হল যে তারা করোনা ভাইরাসের উৎস সম্পর্কে যা কিছু তথ্য জানেন, তা যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানান।
চলতি সপ্তাহের মঙ্গলবারই আমেরিকার ফেডেরাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের ডিরেক্টর ক্রিস্টোফার রে জানান, এফবিআইয়ের তদন্তে জানা গিয়েছে করোনা সংক্রমণের উৎস সম্ভবত চিনের উহানের ল্যাবরেটরি থেকেই হয়েছিল। যদিও চিনের প্রশাসনের তরফে এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, এটা বেজিংকে কালিমালিপ্ত করার জন্য প্রচার।
করোনার উৎস নিয়ে আমেরিকা-চিনের এই টানাপোড়েনের মধ্যেই এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সমস্ত দেশকেই করোনার উৎস সম্পর্কে যা যা তথ্য জানা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে ভাগ করে নেওয়ার আবেদন করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম গ্রেবেয়াসিস বলেন, “যদি কোনও দেশ করোনা সংক্রমণের উৎস সম্পর্কে কিছু জানেন, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক বিজ্ঞান সমাজের সঙ্গে সেই তথ্য ভাগ করে নেওয়া উচিত।”
হু-র ডিরেক্টর আরও বলেন, “কোনও দেশকে দোষারোপ করতে নয়, বরং কীভাবে এই সংক্রমণ ছড়িয়ে পড়েছিল, সে সম্পর্কে আরও ভালভাবে জানার চেষ্টা এটা, যাতে পরবর্তী সংক্রমণ প্রতিরোধ ও প্রস্তুতি নেওয়া যায়। করোনার উৎস খোঁজার পরিকল্পনা এখনও বাতিল করেনি হু।”