Plane Crash Threat: হুমকি দিয়েছিল ওয়ালমার্টে প্লেন ক্র্যাশ করানোর! হামলার আগেই ফুরিয়ে গেল জ্বালানি, তারপর…

Plane Crash Threat: ওই পাইলটের সঙ্গেও সরাসরি রেডিয়োর মাধ্যমে যোগাযোগ করে পুলিশ। তাঁকে হামলা চালাতে বারণ করা হয়। কিন্তু নিজের জেদই ধরে রেখেছিল অভিযুক্ত ওই যুবক। তবে বাধ সাধে বিমানই।

Plane Crash Threat: হুমকি দিয়েছিল ওয়ালমার্টে প্লেন ক্র্যাশ করানোর! হামলার আগেই ফুরিয়ে গেল জ্বালানি, তারপর...
ছবি টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Sep 04, 2022 | 8:12 AM

ওয়াশিংটন: হুমকি দিয়েছিল ওয়ালমার্টের উপরই বিমান ক্র্যাশ করিয়ে দেবে। কিন্তু সেই হুমকি আর সত্যি হল না। তার আগেই ফুরিয়ে গেল বিমানের জ্বালানি। বাধ্য হয়ে একটি মাঠে বিমান ল্যান্ড করাতেই হাতেনাতে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। শনিবার বিকেল থেকেই মার্কিন মুলুকের মিসিসিপির বাসিন্দারা আতঙ্কে প্রহর গুনছিলেন। এই বুঝি বাড়ির ছাদে ভেঙে পড়ল বিমান! আধ ঘণ্টার মধ্যে ফাঁকা করে দেওয়া হয় ওয়ালমার্ট স্টোরও। কারণ ওই বিরাট বিপণন কেন্দ্রের উপরই বিমানটিকে ক্র্যাশ করানোর হুমকি দিয়েছিল এক যুবক। পরে বিকেলে চুরি করা বিমানের জ্বালানি ফুরিয়ে যেতেই ল্যান্ড করাতে বাধ্য হয় ওই যুবক। এরপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শনিবার স্থানীয় সময়ে ভোর ৫টা নাগাদ মিসিসিপির টুপেলো বিমানবন্দর থেকে একটি ৯ আসনের বিমান চুরি করে এক যুবক। এরপর এক ঘণ্টারও বেশি সময় ধরে সে গোটা শহরের উপরে বিমান নিয়ে পাক খায়। এরপরই ওই পাইলট হুমকি দেয় যে, ওয়ালমার্টের উপর ইচ্ছে করে বিমান ক্র্যাশ করিয়ে দেবে সে। এরপরই পুলিশের তরফে সতর্কতা জারি করা হয় এবং ওয়ালমার্ট সহ টুপেলোর একাধিক দোকান খালি করিয়ে দেওয়া হয়। আশেপাশের বাড়িগুলি থেকেও স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়।

ওই পাইলটের সঙ্গেও সরাসরি রেডিয়োর মাধ্যমে যোগাযোগ করে পুলিশ। তাঁকে হামলা চালাতে বারণ করা হয়। কিন্তু নিজের জেদই ধরে রেখেছিল অভিযুক্ত ওই যুবক। তবে বাধ সাধে বিমানই। জ্বালানি ফুরিয়ে যাওয়ায় তাঁকে একটি ফাঁকা মাঠে বিমান ল্যান্ড করাতে হয়। সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে, ধৃত যুবক টুপেলো রিজিওনাল বিমানবন্দরেরই কর্মী। সে শনিবার ভোরে সকলের অজান্তে একটি ১৯৮৭ বিচ সি৯০এ বিমান চুরি করে এবং মিসিসিপির টুপেলো শহরের উপরে বিমানটি নিয়ে পাক খেতে থাকে। তবে ওয়ালমার্টের উপরেই কেন বিমান ক্র্যাশ করানোর হুমকি কেন দিয়েছিল ওই যুবক, তা এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে অনুমান, ব্যক্তিগত শত্রুতার কারণেই ওই যুবক হামলা চালানোর চেষ্টা করেছিল। বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ আনা হয়েছে।