Malaysia: রাস্তায় প্রচণ্ড শব্দে ভেঙে পড়ল বিমান, উসকে উঠল আগুনের গোলা! ক্যামেরা-বন্দি ভয়ঙ্কর দৃশ্য
Malaysia plane crash: দুর্ঘটনাটি ঘটেছে এক আবাসিক এলাকায়। ভিডিয়োতে দেখা গিয়েছে, ঘটনাস্থলের আশপাশে বেশ কিছু বসতবাড়ি রয়েছে। কোনও বাড়ির উপর বিমানটি ভেঙে পড়লে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত।
কুয়ালালামপুর: চার লেনের রাস্তার উপর ভেঙে পড়ল একটি ছোট মাপের ব্যক্তিগত বিমান। বৃহস্পতিবার (১৭ অগস্ট) এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্য। স্থানীয় পুলিশ প্রধান মহম্মদ ইকবাল ইব্রাহিম জানিয়েছেন, এই দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। তিনি আরও জানিয়েছেন, বিমানটিতে দুই ক্রু সদস্য-সহ মোট আটজন ছিলেন। তাঁদের সকলেরই মৃত্যু হয়েছে। এছাড়া, একজন গাড়িচালক এবং আরেকজন স্কুটিচালক ঘটনার সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তাঁরাও এই ঘটনার শিকার হয়েছেন। মালয়েশিয়ার অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা জানতে তদন্ত শুরু করা হয়েছে। অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান নরজমান মাহমুদ জানিয়েছেন, ওড়ার সময় বিমানে কোনও সমস্যা দেখা দিলে সাধারণত বিপদ সঙ্কেত দেন পাইলট। এই ক্ষেত্রে ‘মেডে কল’ পর্যন্ত করা হয়নি।
DRIVER’S CLOSE ESCAPE: Car dashboard cam captures moment a private plane crashes on a highway in Malaysia.
The accident happened today and 10 people are said to have perished.#crashpic.twitter.com/g3enQjNN2X
— MG (@arnau1700) August 17, 2023
Crashing plane narrowly misses driver in Malaysia.
>The first contact made by the aircraft with the Subang air traffic control tower was at 2.47pm. Landing clearance was given at 2.48pm.
>At 2.51pm, the control tower observed smoke originating from the crash site but no Mayday… pic.twitter.com/mxnQDOm9Kf
— Levandov (@Levandov_1) August 17, 2023
জানা গিয়েছে, স্থানীয় সময় দুপুর তিনটের কিছু আগে বিমানটি ভেঙে পড়েছিল। সেই সময় ওই রাস্তা দিয়ে বেশ কয়েকটি গাড়ি-বাইক চলছিল। গাড়িগুলির ড্যাশবোর্ডে থাকা ক্যামেরায়, দুর্ঘটনার মুহূর্তটি বন্দি হয়েছে। সেই ভিডিয়ো ক্লিপগুলিতে দেখা যাচ্ছে, বিমানটি সজোরে ভেঙে পড়ছে রাস্তার উপর। কয়কটি গাড়ি অল্পের জন্য সংঘর্ষের হাত থেকে রক্ষা পায়। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে প্রচণ্ড বিস্ফোরণ হয়। তৈরি হয় একটি বিশাল অগ্নি বলয়। কিছুক্ষণের মধ্যেই ধ্বংসাবশেষ থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। দুর্ঘটনাটি ঘটেছে এক আবাসিক এলাকায়। ভিডিয়োতে দেখা গিয়েছে, ঘটনাস্থলের আশপাশে বেশ কিছু বসতবাড়ি রয়েছে। কোনও বাড়ির উপর বিমানটি ভেঙে পড়লে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত।
Dashcam footage shows final moments of the private jet crash in Malaysia. https://t.co/1rsoP7ALGx
Viewer discretion advised. pic.twitter.com/fo4Fqxu319
— Breaking Aviation News & Videos (@aviationbrk) August 17, 2023
বিমানটি মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় রিসর্ট দ্বীপ ল্যাংকাউই থেকে উড়েছিল। যাচ্ছিল রাজধানী কুয়ালালামপুরের পশ্চিমে সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরে। অদ্ভুত বিষয় হল ২টো বেজে ৪৭ মিনিট নাগাদ এয়ার ট্রাফিক কন্ট্রোলে অবতরণের অনুমতি চেয়েছিল বিমানটি। ২.৪৮ মিনিটে বিমানটিকে ল্যান্ডিং ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল। তারপর, বিমানটিতে ঠিক কী ঘটেছিল, তা এখনও অজানা। ২টো বেজে ৫১ মিনিটে কন্ট্রোল টাওয়ার থেকে কালো ধোঁয়া দেখা যায়। নিহত বিমান যাত্রীদের মধ্যে মালয়েশিয়ার মধ্য পাহাং রাজ্যের এক বিধায়ক ছিলেন। মালয়েশিয়ার বায়ুসেনার এক প্রাক্তন কর্মী জানিয়েছেন, বিমানটি ভেঙে পড়ার ঠিক আগে তিনি বিমানটিকে এলোমেলোভাবে উড়তে দেখেছিলেন। তার কিছু পরেই বিমানটি ভেঙে পড়ার বিকট শব্দ পাওয়া গিয়েছিল।