Imran Khan’s Plane Escapes Crash : মাঝ আকাশে বিমান-বিভ্রাট! অল্পের জন্য বাঁচল ইমরান খানের প্রাণ
Imran Khan's Plane Escapes Crash : শনিবার গুজরানওয়ালাতে একটি জনসভা ছিল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এর। সেখানে যাওয়ার পথে তাঁর বিমানে গোলযোগ দেখা যায়।
ইসলামাবাদ : একটুর জন্য প্রাণে রক্ষা পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার বিপত্তির মুখে পড়ে তাঁর বিমান। পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম অনুসারে, মাঝ আকাশেই কিছু প্রযুক্তিগত ত্রুটি দেখা যায় ইমরান খানের বিমানে। তারপরই তড়িঘড়ি জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয় তাঁর বিমান। তবে তাঁর কোনওরকম ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যম অনুযায়ী, শনিবার গুজরানওয়ালাতে একটি জনসভা ছিল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এর। সেখানেই বক্তৃতা দেওয়ার কথা ছিল পিটিআই চেয়ারম্যান ইমরানের। সেই জন্য গতকাল একটি বিশেষ বিমানে করে গুজরানওয়ালার উদ্দেশে উড়ে গিয়েছিলেন ইমরান খান। কিন্তু মাঝ আকাশেই কিছু গোলযোগ দেখা যায় সেই বিমানে। তখনি বিমানের পাইলট কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন এবং বিমানটিকে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন। তবে এতে ইমরানের সফর থেমে থাকেনি। তিনি সড়কপথে গুজরানওয়ালাতে পৌঁছোন। এদিকে পিটিআই নেতা আজহার মাশওয়ানিকে উদ্ধৃত করে ডেইলি পাকিস্তান নামের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে ইমরান খানের বিমান উড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ফের ইসলামাবাদে ফিরে আসে।
প্রাথমিকভাবে পাকিস্তানের সংবাদ মাধ্যম যান্ত্রিক গোলযোগের খবর প্রকাশ করলেও পিটিআই নেতা টুইটে জানিয়েছেন, ‘বিমানে কোনও যান্ত্রিক ত্রুটির খবর ভুল।’ এদিকে গুজরানওয়ালাতে জনসভায় পৌঁছোন ইমরান খান। তিনি এদিন জিন্না স্টেডিয়ামের জনসভা থেকে সরাসরি পাকিস্তানের সেনাকে সম্বোধন করেন। তিনি সতর্ক করে বলেন, বর্তমান সরকারের অধীনে দেশের অর্থনীতির পতন যদি চলতে থাকে তার জন্য দায়ী থাকবে এই সরকার। তিনি বলেন, ‘আমি সেনাকে জিজ্ঞাসা করতে চাই…যেভাবে এই সরকার দেশ ও অর্থনীতিকে পতনের দিকে নিয়ে যাচ্ছে…আমি জানি যে আপনারা নিজেদের নিরপেক্ষ বলে দাবি করেন কিন্তু যেভাবে দেশের পতন হচ্ছে তার জন্য এই জাতি আপনাদেরই দায়ী করবে। কারণ আপনারা জলাভূমিতে পরিণত হওয়া এই দেশটিকে বাঁচাতে পারতেন। কিন্তু আপনারা কিছু করেননি।’ এদিকে ইতিমধ্যেই ইমরানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ রয়েছে। এক মহিলা বিচারপতির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার জন্য আদালতে তাঁর বিরুদ্ধে মামলা চলছে। এই আবহে তিনি এবার সরাসরি সেনাকে তোপ দাগলেন।