New York Polio Virus: বর্জ্য জলেই মিলল চরম বিপদের আভাস, নিউইয়র্কে জারি জরুরি অবস্থা
New York Polio Virus: পোলিও নিয়ে জরুরী অবস্থা ঘোষণা করা হল আমেরিকার নিউইয়র্কে।
ওয়াশিংটন: পোলিও নিয়ে জরুরী অবস্থা ঘোষণা করা হল আমেরিকার নিউইয়র্কে। লং আইল্যান্ডের নাসাউ কাউন্টিতে বর্জ্য জলের নমুনায় পোলিও ভাইরাসের প্রমাণ পাওয়ার পরই এই জরুরী অবস্থা জারি করা হয়েছে। শুক্রবার গভর্নর ক্যাথি হোচুল এই বিষয়ে একটি কার্যনির্বাহী আদেশ জারি করেছেন। পোলিও টিকা দেওয়ার হার বাড়ানোর লক্ষ্য়েই এই আদেশ জারি করা হয়েছে। জরুরী অবস্থা জারির ফলে, টিকা দানকারীদের তালিকায় সকল চিকিৎসা কর্মীদের পাশাপাশি মিডওয়াইফ এবং ফার্মাসিস্টরাও পোলিও টিকা দিতে পারবেন। নিউ ইয়র্ক স্বাস্থ্য বিভাগ বলেছে, চিকিত্সক এবং সংশায়িত নার্সরাও পোলিও টিকা বিষয়ে ‘অরোগী-নির্দিষ্ট স্থায়ী আদেশ’ জারি করতে পারবেন।
নিউইয়র্কের স্বাস্থ্য কমিশনার মেরি ব্যাসেট বলেছেন, “পোলিও নিয়ে আমরা কোনও ঝুঁকি নিতে পারি না। আপনি বা আপনার শিশু যদি টিকা না নিয়ে থাকেন বা সাম্প্রতিক টিকার ডোজ় না নিয়ে থাকেন, তাহলে প্যারালাইটিক রোগের ঝুঁকি থাকতে পারে। আমি নিউ ইয়র্কবাসীকে অনুরোধ করছি যেন তাঁরা কোনও ঝুঁকি না নেন। নিউ ইয়র্কবাসীদের যাঁরা ইতিমধ্যে পোলিও টিকার সবকটি ডোজ় গ্রহণ করেছেন, তারা যদি ভাইরাস আক্রান্ত বলে সন্দেহভাজনদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসেন, তাহলে তাঁদের বুস্টার ডোজ় নেওয়া উচিত।”
এর পাশাপাশি নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগ রকল্যান্ড কাউন্টি, অরেঞ্জ কাউন্টি, সালিভান কাউন্টি, নাসাউ কাউন্টি এবং নিউ ইয়র্ক সিটিতে স্বাস্থ্যসেবা কর্মীদের পোলিও টিকার বুস্টার ডোজ় নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। এই স্বাস্থ্য কর্মীরাই পোলিওভাইরাসের নমুনা সংগ্রহ এবং নমুনা পরীক্ষার কাজ করবেন। পোলিও আক্রান্ত রোগীদের চিকিত্সা করবেন। তাই, তাঁদের বুস্টার ডোজ় নেওয়া জরুরি বলে জানানো হয়েছে। এর পাশাপাশি পেশাগত কারণে যাঁদের বর্জ্য জলের সংস্পর্শে আসতে হয়, তাদেরও পোলিও টিকার বুস্টার ডোজ় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।