Smoking: গলার ভিতরে গজাচ্ছে চুল! ঘনঘন সিগারেট খাওয়ার আগে দু’বার ভাবুন
Hair Growth: ১৭ বছর ধরে ধূমপান করছিলেন ওই ব্যক্তি। ২০০৭ সালে তাঁর গলার ভিতরে প্রথম চুলের দেখা মেলে। বিশেষ পদ্ধতিতে তাঁর গলা থেকে সেই চুল বের করা হলেও, ফের নতুন করে গজাতে থাকে চুল। প্রতি বছরই সেই চুল বের করা হয়।
ভিয়েনা: ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এ কথা সকলের জানা। ক্যানসার, স্ট্রোক, ফুসফুস, হৃৎযন্ত্র সহ একাধিক শারীরিক সমস্যা হয় ধূমপান করলে। কিন্তু কখনও শুনেছেন যে সিগারেট খাওয়ায় চুল গজাচ্ছে? তাও আবার শরীরের বাইরে নয়, ভিতরে। গলার ভিতরেই গজাচ্ছে চুল। এমন অদ্ভুতুড়ে ঘটনায় গায়ে কাটা দিচ্ছে সবার।
আমেরিকান জার্নালে প্রকাশিত একটি কেস সামারিতেই এই বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে, অস্ট্রিয়ার বাসিন্দা ৫২ বছরের এক ব্যক্তির গলার ভিতরে চুল গজিয়েছে। মেডিক্যাল রেকর্ড অনুযায়ী, তাঁর শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। টানা কাশি হচ্ছিল, কণ্ঠস্বরও বসে যাচ্ছিল। চিকিৎসকদের দ্বারস্থ হতেই তাঁর গলার ব্রন্কোস্কোপি করা হয়। সেখানেই দেখা যায়, তাঁর গলার ভিতরে গজিয়েছে চুল।
জানা গিয়েছে, ১৭ বছর ধরে ধূমপান করছিলেন ওই ব্যক্তি। ২০০৭ সালে তাঁর গলার ভিতরে প্রথম চুলের দেখা মেলে। বিশেষ পদ্ধতিতে তাঁর গলা থেকে সেই চুল বের করা হলেও, ফের নতুন করে গজাতে থাকে চুল। প্রতি বছরই সেই চুল বের করা হয়।
গবেষকদের ধারণা, অতিরিক্ত ধূমপানের জেরেই ওই ব্যক্তির গলার ভিতরে চুল গজিয়েছে, যা চিকিৎসার পরিভাষায় এন্ডোট্রাকিয়াল হেয়ার গ্রোথ বলা হয়।