Russia-Ukraine Conflict: বেলারুশের বৈঠকেই কি মিলবে সমাধানসূত্র? ভিন দেশের মাটি থেকেও মিসাইল উৎক্ষেপণ রাশিয়ার

Russia-Ukraine Conflict: আমেরিকার পথেই এবার হাঁটল ব্রিটেন। ইউক্রেনের উপরে হামলা চালানোর প্রতিবাদে এবার রাশিয়ার সেন্ট্রাল ব্যাঙ্কের সঙ্গে আর্থিক লেনদেন বন্ধ করে দিল ব্রিটেন।  

Russia-Ukraine Conflict: বেলারুশের বৈঠকেই কি মিলবে সমাধানসূত্র? ভিন দেশের মাটি থেকেও মিসাইল উৎক্ষেপণ রাশিয়ার
অলঙ্করণ: অবিজিৎ বিশ্বাস।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 28, 2022 | 2:49 PM

চারদিন পার হয়ে গেল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। রবিবার রাতেও কিয়েভে লাগাতার গুলি-বোমা বর্ষণের খবর পাওয়া গিয়েছে। খারকিভের ভিতরেও ঢুকে হামলা চালিয়েছে রুশ সেনা। এদিকে, কেন্দ্রের তরফে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য জোরকদমে প্রচেষ্টা চলছে। কেন্দ্রের তরফে চালু করা হয়েছে ‘অপারেশন গঙ্গা’। ইতিমধ্যেই ইউক্রেনের পার্শ্ববর্তী দেশগুলি থেকে মোট ছ’টি বিমান ভারতে এসে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ও আজ সকালেই জরুরি পর্যায়ের বৈঠকে বসেছেন। অন্যদিকে, আজই বেলারুশে বৈঠকে বসবে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। ইউক্রেনের বর্তমান পরিস্থিতি দেখে নিন এক ঝলকে-

১. ভারতীয়দের উদ্ধারকার্য নিয়ে জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর:

রবিবারই ইউক্রেন পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালেও ফের একবার জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী। ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারকার্য নিয়েই আলোচনা হয় এই বৈঠকে। সরকারি সূত্রে জানা গিয়েছে, একাধিক কেন্দ্রীয়মন্ত্রীকে ইউক্রেনের প্রতিবেশী দেশে পাঠানো হতে পারে।

২. অপারেশন গঙ্গার অংশ হচ্ছে স্পাইসজেটও:

ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করে আনার জন্য কেন্দ্রের তরফে ‘অপারেশন গঙ্গা’ শুরু করা হয়েছে। এতদিন কেবল এয়ার ইন্ডিয়ার তরফেই বিশেষ বিমানের ব্যবস্থা করা হচ্ছিল। এবার স্পাইসজেট সংস্থার তরফেও জানানো হল, তারা হাঙ্গেরি, বুদাপেস্টে বিমান পাঠানো হবে ভারতীয়দের উদ্ধার করে আনতে।

৩. বেলারুশের মাটি থেকে ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ রাশিয়ার:

বেলারুশেই আজ বৈঠকে বসতে চলেছে রাশিয়া ও ইউক্রেন। এদিকে, ইউক্রেনের তরফে দাবি করা হল, বেলারুশের মাটি থেকেই এবার ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। ইউক্রেনের একটি বিমানবন্দরে সেই ক্ষেপনাস্ত্র আছড়ে পড়েছে।

৪. নিরাপত্তা পরিষদে ভোটদান থেকে বিরত থাকল ভারত:

রবিবারই রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিল বৈঠকে বসে রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রস্তাবনা আনা হয়। ১১টি দেশ রাষ্ট্রসংঘের জরুরি অধিবেশনের সপক্ষে ভোট দিলেও, ভারত কোনও পক্ষের হয়েই ভোট দিতে অস্বীকার করে। ভারত ছাড়াও চিন ও সংযুক্ত আরব আমিরশাহিও মতদানে অস্বীকার করেছে। রাশিয়া এই অধিবেশনের বিপক্ষে ভোট দিলেও, রাষ্ট্রসঙ্ঘের সদস্যদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই অধিবেশনের সপক্ষে ভোট দেওয়ায় জরুরি অধিবেশনের আয়োজন করা হবে।

৫. কার্ফু শেষ হল কিয়েভে:

জোর করে ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ার সেনা। ক্রমাগত হামলার পরই শনিবার থেকে কিয়েভে কার্ফু জারি করা হয়েছিল। আজ, সোমবার সেই কার্ফু প্রত্যাহার করা হল।

৬. বার্লিনের রাস্তায় বিক্ষোভ লক্ষাধিক জার্মানের:

ইউক্রেনের উপরে রাশিয়া হামলা চালানোর পরই বিক্ষোভ শুরু হয়েছে বিভিন্ন দেশে। রবিবার বার্লিনের রাস্তাতেও বিক্ষোভ প্রদর্সনে নামলেন এক লক্ষেরও বেশি জার্মান মানুষ। ইউক্রেনকে অস্ত্র সাহায্যের আশ্বাসও দিয়েছে জার্মানি।

৭. রাশিয়ার সেন্ট্রাল ব্যাঙ্কের সঙ্গে লেনদেন বন্ধ করল ব্রিটেন:

আমেরিকার পথেই এবার হাঁটল ব্রিটেন। ইউক্রেনের উপরে হামলা চালানোর প্রতিবাদে এবার রাশিয়ার সেন্ট্রাল ব্যাঙ্কের সঙ্গে আর্থিক লেনদেন বন্ধ করে দিল ব্রিটেন।

আরও পড়ুন: Russia-Ukraine War: বন্ধ হওয়ার পথে রক্তপাত! কূটনৈতিক চাপে বেলারুশে রাশিয়ার মুখোমুখি ইউক্রেন |