Russia-Ukraine War: ভিড়ে ভিড়াক্কার শপিং মলে রুশ ক্ষেপণাস্ত্র হামলা! হতাহতের সংখ্যা কল্পনা করাও অসম্ভব, বলছে কিয়েভ
Rush missile attack on Ukraine shopping mall: সোমবার পূর্ব ইউক্রেনের ক্রেমেনচুক শহরের এক জনাকীর্ণ শপিং মলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। এই হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
কিয়েভ: দাউ দাউ করে জ্বলছে পুরো শপিং মলটি। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। জার্মানিতে গুরুত্বপূর্ণ গ্রুপ অব সেভেন বা জি৭ শীর্ষ সম্মেলন চলাকালীনই, সোমবার পূর্ব ইউক্রেনের ক্রেমেনচুক শহরের এক জনাকীর্ণ শপিং মলে আছড়ে পড়ল রুশ ক্ষেপণাস্ত্র! ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির দাবি, এই হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। টেলিগ্রামে তিনি লিখেছেন, ‘দখলকারীরা একটি শপিং সেন্টারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যেখানে এক হাজারেরও বেশি অসামরিক নাগরিক ছিল। মলে আগুন লেগে গিয়েছে, উদ্ধারকারীরা আগুনের সঙ্গে লড়াই করছে। হতাহতের সংখ্যা কল্পনা করাও অসম্ভব।’ স্থানীয় সংবাদমাধ্যমগুলির রিপোর্ট অনুযায়ী, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এই হামলার খবর প্রথমে জানান ক্রেমেনচুক শহরের মেয়র। তিনি দাবি করেন, অত্যন্ত ঘন বসতকিপূর্ণ এক এলাকায় এই হামলা চালানো হয়েছে। তবে, ঠিক কতজনের মৃত্যু হয়েছে এবং আহতদের সংখ্যাই বা ঠিক কত, তা তিনি জানাতে পারেননি। মেয়র ভিটালি মালেতস্কি ফেসবুকে লিখেছেন, ‘ক্রেমেনচুকের উপর একটি রকেট হামলা। একটি খুব জনাকীর্ণ এলাকায় আক্রমণ করা হয়েছে। ১০০ শতাংশ নিশ্চিতভাবে বলা যায়, জায়গাটির সঙ্গে সশস্ত্র বাহিনীর কোনও যোগ নেই। বহু মানুষ নিহত ও আহত হয়েছেন।’ ইউক্রেন সরকার জানিয়েছে, জরুরি পরিষেবা বিভাগের একটি দলকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
Russia hit a shopping mall in Kremenchuk, Poltava region. More than a thousand civilians were there at the moment of the attack, said Ukraine’s president Volodymyr Zelensky. He said the number of casualties was ‘impossible to imagine’. Source: https://t.co/BF66FFS1Zi pic.twitter.com/XWei9acXrQ
— Olga Tokariuk (@olgatokariuk) June 27, 2022
জেলেনস্কি, রকেট হামলার পর জ্বলন্ত ওই শপিং মলটির একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে মলটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পাক খেয়ে খেয়ে ঘন কালো ধোঁয়া উঠে যাচ্ছে উপরে। বেশ কয়েকজন উদ্ধারকারী রয়েছেন ঘটনাস্থলে, রয়েছে দমকলের ইঞ্জিনও। ইউক্রেনের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ, কিরিলো টিমোশেঙ্কো টেলিগ্রামে জানিয়েছেন, আহত ২০ জনের মধ্যে আরও ৯ জনের অবস্থা সঙ্কটজনক। তিনি আরও জানিয়েছেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। পোলতাভা অঞ্চলের গভর্নর দিমিত্রো লুনিন, এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ এবং ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে নিন্দা করেছেন। তিনি বলেন, ‘অসামরিক জনগণের বিরুদ্ধে হামলা অত্যন্ত ঘৃন্য কাজ।’
Russia fired two rockets at central Ukraine city #Kremenchuk – big shopping mall is on fire. By now two people dead, 20 injured, 9 of them in in critical condition. It was more than one thousand people inside the mall when the rockets hit #RussiaIsATerroristState pic.twitter.com/D46B1E7P2o
— zaborona_media (@zaborona_media) June 27, 2022
রবিবারই কিয়েভ শহরের একটি অ্যাপার্টমেন্ট ব্লক এবং একটি কিন্ডারগার্টেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করেছিল ইউক্রেন। ওই ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছিল। প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির কার্যালয়ের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছিল ‘রাশিয়া আবার কিয়েভে আঘাত করেছে। একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এবং একটি কিন্ডারগার্টেনে আছড়ে পড়েছে রুশ ক্ষেপণাস্ত্র। রাশিয়াকে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে ঘোষণা করা উচিত।’ পরপর দুই দিনে দুই অসামরিক এলাকায় রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর, মনে করা হচ্ছে কিয়েভের উপর চাপ বাড়াতে নতুন কৌশল নিয়েছে মস্কো।
এদিকে, জার্মানিতে চলছে দুই দিনের জি৭ শীর্ষ সম্মেলনে। এই সম্মেলনে সোমবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি চলতি বছরের শেষেই, রুশ আগ্রাসন রুখতে বিশ্বের শক্তিশালী দেশগুলির সর্বাত্মক সহায়তা আহ্বান করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন জি৭ রাষ্ট্রগোষ্ঠীর নেতারা নতুন করে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করেছেন। সেই সঙ্গে মস্কোর এই আগ্রাসন যতদিন চলবে, ততদিন পর্যন্ত কিয়েভকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন।