Alexei Navalny death: হাঁটতে হাঁটতে জেলেই মৃত্য়ু পুতিন-বিরোধী নাভালনির, কড়া প্রতিক্রিয়া আমেরিকার

Alexei Navalny death: ৪৭ বছরের নাভালনির অনুগামীর সংখ্যা নেহাত কম নয় রাশিয়ায়। ইউটিউব চ্যানেলে তাঁর লক্ষ লক্ষ ফলোয়ার। সেখানে সরকারের সমালোচনা করে যেসব ভিডিয়ো তিনি পোস্ট করেছিলেন, তার জন্য পথে পর্যন্ত নেমেছিলেন বহু মানুষ। পুতিন-সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বারবার মুখ খুলেছেন নাভালনি।

Alexei Navalny death: হাঁটতে হাঁটতে জেলেই মৃত্য়ু পুতিন-বিরোধী নাভালনির, কড়া প্রতিক্রিয়া আমেরিকার
আলেক্সি নাভালনিImage Credit source: twitter
Follow Us:
| Updated on: Feb 17, 2024 | 7:31 AM

রাশিয়া: ১৯ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। প্রতিদিনের মতো জেলের মধ্যেই হাঁটাচলা করছিলেন রাশিয়ার বিরোধী নেতা তথা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বড় সমালোচক অ্যালেক্সি নাভালনি। আচমকাই অসুস্থ বোধ করেন। জ্ঞান হারান। দ্রুত চিকিৎসক, অ্যাম্বুল্যান্স পাঠিয়েও রক্ষা হয়নি। কার্যত কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় হতবাক নাভালনির অনুগামীরা। খোদ ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেই উঠছে অভিযোগ। সরব হয়েছে আমেরিকাও। সরাসরি রুশ প্রেসিডেন্টের দিকে আঙুল তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইতিমধ্যেই তদন্ত শুরু করার কথা বলেছে রাশিয়া।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, অ্যালেক্সি নাভালনির মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসকদের সঙ্গেও এ ব্যাপারে কথা বলা হচ্ছে। তাঁরাই রিপোর্ট দেবেন বলে জানিয়েছে ক্রেমলিন। পুতিনকে এই ঘটনার জন্য দায়ী বলে উল্লেখ করে ডো বাইডেন বলেন, ‘নাভালনি দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। পুতিন-প্রশাসনের খারাপ দিকগুলো তুলে ধরতেন।’ এই ঘটনায় অবাক হননি বলেও উল্লেখ করেন বাইডেন।

নাভালনির প্রেস সচিব কিরা ইয়ারমিস জানিয়েছেন, তাঁর টিমকে নাভালনির মৃত্যুর বিষয়ে কিছু জানানো হয়নি। ৪৭ বছরের নাভালনির অনুগামীর সংখ্যা নেহাত কম নয় রাশিয়ায়। ইউটিউব চ্যানেলে তাঁর লক্ষ লক্ষ ফলোয়ার। সেখানে সরকারের সমালোচনা করে যেসব ভিডিয়ো তিনি পোস্ট করেছিলেন, তার জন্য পথে পর্যন্ত নেমেছিলেন বহু মানুষ। পুতিন-সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বারবার মুখ খুলেছেন নাভালনি। বলা বাহুল্য, সেটা কখনই ভাল চোখে দেখেনি রুশ সরকার।

২০২১ সালের গোড়ার দিকে জেলবন্দি হন নাভালনি। তাঁকে যে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল, তা নিয়ে গর্জে উঠেছিল একাধিক সংগঠন। একাধিক মামলায় মোট ১৯ বছরের জেলের সাজা হয় তাঁর। গত বছর তাঁকে সরিয়ে দেওয়া হয় রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলের একটি জেলে। সম্প্রতি তাঁর টিম ও আইনজীবীদের মাধ্যমে টেলিগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন নাভালনি। ভ্যালেন্টাইনস ডে-তে স্ত্রী-কে শুভেচ্ছা জানিয়েছিলেন ওই ভিডিয়োতে। এটাই ছিল তাঁর শেষ পোস্ট।