Russian Oil Firm Chief Death: পুতিনের ঘনিষ্ঠ বন্ধু হয়েও চেয়েছিলেন যুদ্ধ থামাতে, নিজেই কি বিপদ ডেকে এনেছিলেন রুশ ধনকুবের?
Russia-Ukraine War:লুকওয়েল তৈল সংস্থার মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। একাধিক সূত্রের দাবি, শারীরিক অসুস্থতার কারণে নয়, হাসপাতালের জানালা থেকে পড়ে মৃত্যু হয়েছে রাভিল ম্যাগানোভের।
মস্কো: চেয়েছিলেন রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামাতে, তারই কি মাশুল গুনতে হল রুশ ধনকুবেরকে? বৃহস্পতিবারই মস্কোর একটি হাসপাতালের জানালা থেকে পড়ে মৃত্যু হয় রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তৈল সংস্থা লুকওয়েলের প্রধান রাভিল ম্যাগানোভের। ৬৭ বছর বয়সী এই তৈল উৎপাদন সাম্রাজ্যের অঘোষিত রাজার মৃত্যুর খবরে সংস্থার অন্দরে নেমেছে শোকের ছায়া। একইসঙ্গে একাধিক প্রশ্ন দানা বেঁধেছে তাঁর মৃত্যু ঘিরেও। নিছকই আত্মহত্যা নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে বড় কোনও রহস্য, তার উত্তর এখনও অজানা।
বৃহস্পতিবারই লুকওয়েল সংস্থার তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভোগার কারণেই প্রয়াণ হয়েছে রাভিল ম্যাগানোভের। সংস্থার হাজার হাজার কর্মীরা তাঁর মৃত্যুতে ব্যথিত ও শোকাহত। সংবাদসংস্থা রয়টার্সের তরফেও একাধিক রাশিয়ান সংবাদমাধ্যমের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই রাভিলের মৃত্যুর খবর নিশ্চিত করে। সম্প্রতিই তিনি ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধের দাবি জানিয়ে সংবাদের শিরোনামে এসেছিলেন। রুশ তেল সংস্থার প্রধান রাভিল ম্যাগানোভ সংস্থার শুরু, ১৯৯৩ সাল থেকেই এই কাজের সঙ্গে জড়িত ছিলেন। তিনি বর্তমানে রিফাইনারি, উৎপাদন ও বন্টনের দেখভালের দায়িত্বে ছিলেন।
তবে ইতিমধ্যেই লুকওয়েল তৈল সংস্থার মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। একাধিক সূত্রের দাবি, শারীরিক অসুস্থতার কারণে নয়, হাসপাতালের জানালা থেকে পড়ে মৃত্যু হয়েছে রাভিল ম্যাগানোভের। সংস্থার অন্দরেই গুঞ্জন শোনা গিয়েছে যে, রিফাইনারির মালিক আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করতে পারেন, সে সম্পর্কে কোনও তথ্য প্রমাণ পাওয়া যায়নি। ম্যাগানোভের ঘনিষ্ঠ সঙ্গীরাও আত্মহত্যার তত্ত্ব উড়িয়ে দিয়েছেন।
তবে ম্যাগনভই প্রথম নন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকেই একাধিক ‘হাই-প্রোফাইল’ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে সন্দেহজনক পরিস্থিতিতে। কিছুদিন আগেই লুকওয়েলের প্রাক্তন ম্যানেজার অ্যালেক্সজ়ান্ডার সাবোটিনের দেহও তাঁর বাড়ির বেসমেন্ট থেকে উদ্ধার হয়। বিগত কয়েক মাসে রাশিয়ার শক্তি শিল্পক্ষেত্রের সঙ্গে যুক্ত একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বেরও মৃত্যু হয়েছে সন্দেহজনকভাবেই। এবার রাভিল ম্যাগানোভের রহস্য মৃত্যুতে সেই সন্দেহই আরও দৃঢ় হয়েছে।
উল্লেখ্য, গত ৩ মার্চ লুকওয়েলের তরফে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। আলোচনা ও সমঝোতার মাধ্যমে দ্রুত যাতে সমস্যার সমাধান করে নেওয়া হয়, তার আর্জিই জানানো হয়েছিল রাভিলের তৈল উৎপাদক সংস্থার তরফে। ইউক্রেনে যে ভয়াবহ পরিস্থিতি, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন সংস্থার কর্ণধার।