Sadhguru: ‘আমাদের একসঙ্গে জুড়েছে মাটি’, বিশ্ব জলবায়ু সম্মেলনে বললেন সদগুরু

COP28: সদগুরু বলেন, "আপনি কে, আপনার বিশ্বাস কী বা কোন স্বর্গে আপনি যাবেন, তা গুরুত্ব রাখে না। আমরা সকলে এক মাটি থেকে এসেছি। আমরা এক মাটি থেকেই খাই এবং যখন আমাদের মৃত্যু হবে, তখন আমরা এই এক মাটিতেই মিশে যাব। সকলকে একত্রিত করার প্রধান উপাদান মাটিই।"

Sadhguru: 'আমাদের একসঙ্গে জুড়েছে মাটি', বিশ্ব জলবায়ু সম্মেলনে বললেন সদগুরু
বিশ্ব জলবায়ু সম্মেলনে বক্তব্য রাখলেন সদগুরু।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2023 | 8:24 AM

দুবাই: বিশ্ব জলবায়ু সম্মেলনের যোগ দিতে সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। উপস্থিত রয়েছেন বিভিন্ন রাষ্ট্রনেতারাও। সেই অনুষ্ঠানে সামিল সদগুরুও। বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রথম দিনেই অনুষ্ঠানে বক্তব্য রাখলেন সদগুরু। বললেন, “আমাদের সকলকে একসঙ্গে জুড়েছে মাটিই”। 

দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন “সেভ সয়েল মুভমেন্ট” বা মাটি রক্ষা আন্দোলনের প্রধান সদগুরু। ওই অনুষ্ঠানে সদগুরু বলেন, “আপনি কে, আপনার বিশ্বাস কী বা কোন স্বর্গে আপনি যাবেন, তা গুরুত্ব রাখে না। আমরা সকলে এক মাটি থেকে এসেছি। আমরা এক মাটি থেকেই খাই এবং যখন আমাদের মৃত্যু হবে, তখন আমরা এই এক মাটিতেই মিশে যাব। সকলকে একত্রিত করার প্রধান উপাদান মাটিই। ধর্মগুরুরা সাধারণ মানুষ ও নীতিনির্ধারকদের পুনরুজ্জীবন করার নীতি কার্যকর করা নিয়ে অনুপ্রাণিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।”

সদগুরু আরও বলেন, “প্যারিসে করা প্রতিশ্রুতিগুলি আমরা নিজেদের প্রতিশ্রুতির থেকেও অনেক আগে পূরণ করেছি। সম্প্রতিই আফ্রিকার দেশগুলিকে জি ২০-তে সামিল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারত। আগামী কয়েক বছরে আফ্রিকার দেশগুলিতে বড় বৃদ্ধির হার দেখা যেতে পারে। জলবায়ু পরিবর্তন রুখতেও ভারত ও আফ্রিকার একত্রিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

প্রসঙ্গত, বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্থনি ব্লিনকেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো, বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, সংযুক্ত আরব আমিরশাহির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রী সহ একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।