Pager Blast: মোবাইলের আগে এই যন্ত্রই ছিল ভরসা, স্মৃতির পাতা থেকে মুছে যাওয়া ‘পেজার’ই এখন মারণাস্ত্র, এরপর মোবাইল ফাটবে না তো?
Israel-Lebanon: হামলার পরই লেবাননের সরকার সাধারণ মানুষকে পেজার ফেলে দিতে নির্দেশ দিয়েছে। এছাড়া রেডিয়ো এবং ট্রান্সমিটারও বিস্ফোরিত হয়েছে বলে জানা গিয়েছে। এই ধরনের কোনও যন্ত্রই আপাতত ব্যবহার করতে বারণ করা হয়েছে।
বেইরুট: মধ্য প্রাচ্যের ক্ষমতার লড়াইয়ে নয়া মোড়। এবার আর অস্ত্র বা রকেট দিয়ে হামলা নয়, পকেটেই ঘুরছে বিস্ফোরক। যেকোনও সময়ে ফাটছে দুমদাম করে। কারোর প্রাণ যাচ্ছে, আবার কেউ হাত-পা খোয়াচ্ছেন বিস্ফোরণে। লেবাননে লাগাতার পেজার বিস্ফোরণ। কমপক্ষে মৃত্যু হয়েছে ৯ জনের। আহত কমপক্ষে ২৮০০ জন। মূলত হিজবুল্লা জঙ্গি সংগঠনকেই নিশানা করে এই হামলা চালানো হচ্ছে বলে দাবি। এই হামলার পিছনে ইজরায়েলকেই দোষারোপ করেছে হিজবুল্লা। কিন্তু কি এই পেজার, যা লেবাননের মানুষজনের পকেটে ফাটছে?
লেবাননের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, দুপুর সাড়ে তিনটে নাগাদ বিস্ফোরণ শুরু হয়। আচমকাই লোকজনের পকেটে থাকা পেজারে বিস্ফোরণ হতে শুরু করে। আহতদের মধ্যে রয়েছে স্বাস্থ্যকর্মী, ইরানের রাষ্ট্রদূত মোজিতবা আমানি এবং বহু হিজবুল্লা যোদ্ধা।
হামলার পরই লেবাননের সরকার সাধারণ মানুষকে পেজার ফেলে দিতে নির্দেশ দিয়েছে। এছাড়া রেডিয়ো এবং ট্রান্সমিটারও বিস্ফোরিত হয়েছে বলে জানা গিয়েছে। এই ধরনের কোনও যন্ত্রই আপাতত ব্যবহার করতে বারণ করা হয়েছে। তবে মধ্য প্রাচ্যের বাইরে বহু মানুষই এই পেজার সম্পর্কে জানেন না। এক সময়ে কিন্তু বিশ্বজুড়েই এই যন্ত্রের ব্যবহার ছিল।
পেজার কী?
এটি একটি ছোট এবং বহনযোগ্য ইলেকট্রনিক ডিভাইস। এটি মূলত সংক্ষিপ্ত বার্তা বা সতর্কতা পাঠাতে ব্যবহৃত হয়। বেশিরভাগ পেজার বেস স্টেশন থেকে রেডিয়ো ফ্রিকোয়েন্সির মাধ্যমে মেসেজ বা বার্তা পাঠায় ও গ্রহণ করে। এই বার্তা কোনও সংখ্যা হতে পারে, আবার কোনও শব্দবন্ধও হতে পারে। এই ডিভাইসটির ছোট স্ক্রিনে সেই বার্তা দেখা যায়। যখন পেজারে কোনও বার্তা আসে, তখন এতে শব্দ হয়, ঠিক যেমন মোবাইলে মেসেজ আসলে নির্দিষ্ট টিউন বাজে। অনেক দেশে বিপার নামেও পরিচিত পেজার।
১৯৯০-এর দশকের শেষের দিকে এবং ২০০০-এর দশকের প্রথম দিকে বহুল ব্যবহার হত পেজারের। পেশাদার লোকজন অফিসের বাইরেও একে অপরকে দ্রুত কোনও গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য পেজার ব্যবহার করতেন। জরুরি পরিষেবাগুলিতে চিকিৎসক, নার্সদের কাছে এটি একটি দরকারি ডিভাইস ছিল।
যেহেতু পেজারে মোবাইল নেটওয়ার্কের দরকার পড়ে না, তাই এটি যোগাযোগের একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসাবে বিবেচিত হযত।
পেজারের ব্যবহার কমে গেল কেন?
পেজারগুলি ডেডিকেটেড রেডিয়ো ফ্রিকোয়েন্সিতে কাজ করে।পেজারের পরিসীমা নির্ভর করে ব্যবহৃত ফ্রিকোয়েন্সি ব্যান্ড এবং পেজিং নেটওয়ার্কের কভারেজ এরিয়ার উপর। মোবাইল ফোনের আবিষ্কারের পর থেকেই পেজারের ব্যবহার কমতে থাকে। আজকাল আর কেউ পেজার ব্যবহার করে না। স্মার্টফোনেই কলিং, মেসেজ থেকে ইন্টারনেটের যাবতীয় সুবিধা পাওয়া যায়।
কোথায় এখনও ব্যবহার হয় পেজার?
অনেকাংশেই পেজার ব্যবহার কমে গেলেও, এখনও কিছু ক্ষেত্রে পেজার ব্যবহার করা হয়। আমেরিকা ও ব্রিটেনের মতো দেশে স্বাস্থ্য পরিষেবা ও জরুরি পরিষেবা ক্ষেত্রে পেজার এখনও ব্যবহৃত হয়। দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং নেটওয়ার্ক ছাড়াই কাজ করার ক্ষমতার জন্য এগুলি নির্ভরযোগ্য৷ এই বৈশিষ্ট্যগুলির কারণে হিজবুল্লার সদস্যরাও পেজার ব্যবহার করে।
ইজরায়েলের দিকে অভিযোগের তির হিজবুল্লার-
লেবাননে সিরিয়াল পেজার বিস্ফোরণের পিছনে ইজরায়েলের হাত রয়েছে বলেই দাবি হিজবুল্লার। গাজা উপত্যকায় হামাস ও ইজরায়েলের মধ্যে চলা যুদ্ধে হামাসকে সমর্থন করে হিজবুল্লাহ। তাদের যুদ্ধে যেমন মদত করছে, কেমনই ইজরায়েলের উপরে হামলাও চালিয়েছে এই গোষ্ঠী। তাদের সন্দেহ, বদলা নিতেই এবার পেজার হ্যাক করে লাগাতার বিস্ফোরণ ঘটাচ্ছে ইজরায়েল।
প্রসঙ্গত, হিজবুল্লার সদস্যদের ব্যবহৃত পেজারে লিথিয়াম ব্যাটারি রয়েছে। এই লিথিয়াম ব্যাটারিতে সবসময় বিস্ফোরণের ঝুঁকি থাকে। অতিরিক্ত গরম হলে এগুলি ফেটে যায়। তবে এই ব্যাটারি মোবাইল ফোন, ল্যাপটপ এবং বৈদ্যুতিক যানবাহনেও ব্যবহৃত হয়। তাই পেজারের পর বাকি ইলেকট্রনিক পণ্যও যে ফাটবে না, তার কোনও গ্যারান্টি দিতে পারছে না লেবানন সরকার।