বায়ুসেনার হাতে আসছে অত্যাধুনিক বিমান! যশোর থেকে ঘোষণা হাসিনার

বিমানবাহিনীর উদ্ধার কাজের ভূয়সী প্রশংসা করেন হাসিনা। তার সঙ্গে সে দেশের প্রথম মহিলা বায়ুসেনা দলের প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার কথাও জানান তিনি।

বায়ুসেনার হাতে আসছে অত্যাধুনিক বিমান! যশোর থেকে ঘোষণা হাসিনার
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Dec 20, 2020 | 8:08 PM

যশোর: বাংলাদেশের বায়ুসেনার হাতে আসছে অত্যাধুনিক যুদ্ধবিমান ও রাডার। যশোরের রাষ্ট্রপতি-২০২০ কুচকাওয়াজ অনুষ্ঠান থেকে এই ঘোষণা করলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। তিনি বলেন, ” বিমানবাহিনীকে উন্নত ও আধুনিক করে তুলতে ভবিষ্যতে উচ্চক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান-সহ একাধিক সরঞ্জাম কেনার পরিকল্পনা রয়েছে।”

হাসিনা জানান, ইতিমধ্যেই সে দেশের বায়ুসেনার সংযুক্ত হয়েছে হেলিকপ্টার, রাডার ও আধুনিক ক্ষেপণাস্ত্র। এদিন রাষ্ট্রপতি কুচকাওয়াজে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন হাসিনা। সেখানে তিনি জানান, লালমনিরহাটে প্রতিষ্ঠিত হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েসন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়।’ এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের নিজস্ব বিমান ও হেলিকপ্টার তৈরি হওয়ার বিষয়েও আশাবাদী মুজিবুর কন্যা।

বাংলাদেশ পাঁচটি সি-১৩০জে পরিবহন বিমান ও ৭ টি অত্যাধুনিক কে-৮ ডব্লিউ জেট ট্রেইনার বিমান কিনেছে। আসছে পিটি-৬ সিমুলেটর। এই কথাও জানান শেখ হাসিনা। তিনি বলেন, “এখন করোনার কারণে বেশি অর্থ ব্যয় করা সম্ভব হচ্ছে না। আমাদের বিমানবাহিনীকে আরও আধুনিক করে তোলার পরিকল্পনা আছে।”

আরও পড়ুন: ‘করোনা আক্রান্ত পুরুষদের ঝুঁকি বেশি! মহিলাদের থেকে বেশি মৃত্যুর আশঙ্কাও’

কয়েক দিন আগেই পালিত হয়েছে বাংলাদেশের বিজয় দিবস। সে কথা উল্লেখ করে হাসিনা ক্যাডেটদের জানান, তাঁরা সকলে যুদ্ধজয়ী দেশের ক্যাডেট। তাঁদের সে কথা মনে রেখে মাথা উঁচু করে চলতে হবে। পাশাপাশি বিমানবাহিনীর উদ্ধার কাজের ভূয়সী প্রশংসা করেন হাসিনা। তার সঙ্গে সে দেশের প্রথম মহিলা বায়ুসেনা দলের প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার কথাও জানান তিনি।