‘মানুষ মারছে সোশ্যাল মিডিয়া’, কেন এ কথা বললেন বাইডেন?
তথ্য সংক্রান্ত গাফিলতি করোনায় মারাত্মক হতে পারে। নির্দেশিকায় অমান্য করলে করোনা রোখা অসম্ভব, এ কথা বারবার বলেছেন গবেষকরা।
ওয়াশিংটন: একাধিক সোশ্যাল মিডিয়া কোভিড ইনফরমেশন সেন্টার খুলেছে। সেখানে করোনা সংক্রান্ত কোনও পোস্টেই থাকছে কোভিড (COVID) ইনফরমেশন সেন্টারের লিঙ্ক। যাতে করোনা সংক্রান্ত সঠিক তথ্য পান ব্যবহারকারীরা। কিন্তু তারপরেও থেকে যাচ্ছে একাধিক গাফিলতি। যার ফলে সোশ্যাল মিডিয়ায় করোনা সংক্রান্ত ভুল তথ্য ছড়িয়ে পড়ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই একই ধরনের একটি অভিযোগ করেছেন। তাঁর মতে, করোনা ভ্যাকসিন সংক্রান্ত ভুল তথ্যে নজরদারি চালাতে ব্যর্থ হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি। যার ফলে একাধিক ভুল তথ্য ছড়িয়ে পড়ছে। যা মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে।
এর আগে হোয়াইট হাউসের আধিকারিক বিবেক মূর্তি জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় ভ্যাকসিন সংক্রান্ত ভুল তথ্য জনস্বাস্থ্যর কাছে হুঁশিয়ারি। তারপরে জনসমক্ষে এসে বাইডেন বলেন, “এখন মহামারি শুধুমাত্র যাঁরা ভ্যাকসিন পাননি তাঁদের মধ্যেই সীমাবদ্ধ।” তাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি থেকে করোনা ভ্যাকসিন সংক্রান্ত ভুল তথ্য সরিয়ে ফেলার পক্ষে সওয়াল করেন তিনি।
বিবেক মূর্তিও এই প্রসঙ্গে ‘ইনফোডেমিকের’ কথা বলেছিলেন। তথ্য সংক্রান্ত গাফিলতি করোনায় মারাত্মক হতে পারে। নির্দেশিকায় অমান্য করলে করোনা রোখা অসম্ভব, এ কথা বারবার বলেছেন গবেষকরা। তাই সোশ্যাল মিডিয়া থেকে সব ভুল তথ্য মুছে ফেলতে উদ্যোগী হোয়াইট হাউস। এ বিষয়ে ফেসবুকের মুখপাত্র ডানি লেভার পাল্টা দাবি করেছেন, “৩৩ লক্ষ মার্কিন নাগরিক আমাদের ভ্যাকসিন ট্র্যাকার ব্যবহার করে টিকা নিয়েছেন। যা মানুষকে বাঁচাচ্ছে।” টুইটারও জানিয়েছে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ তাঁরা চালিয়ে যাবে। আরও পড়ুন: প্রায় ২ দশক পর এই প্রথম, আমেরিকায় মানবদেহে ছড়াতে শুরু করল মাঙ্কিপক্স