Elon Musk Twitter CEO: পরাগ বা অন্য কেউ নন, টুইটারের নতুন সিইও-র নাম শুনলে চমকে যাবেন!

Elon Musk Twitter CEO: মালিকানা বদলের পর থেকে জল্পনা শুরু হয়েছিল এবার চাকরি খোয়াতে পারেন টুইটারের বর্তমান সিইও পরাগ আগরওয়াল। সেই সিদ্ধান্ত প্রায় চূড়ান্তও হয়ে গিয়েছে। অন্দরমহলের খবর, পরবর্তী সিইও-র নামও ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন ইলন মাস্ক।

Elon Musk Twitter CEO: পরাগ বা অন্য কেউ নন, টুইটারের নতুন সিইও-র নাম শুনলে চমকে যাবেন!
এলন মাস্ক। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: May 06, 2022 | 7:51 AM

সান ফ্রান্সিসকো: ‘বেচুবাবু’ নন, বরং তিনি ‘কেনাবাবু’। নিজের সংস্থা টেসলা(Tesla), স্পেসএক্সের (SpaceX) পাশাপাশি তিনি এখন টুইটার(Twitter)-রও মালিক। কথা হচ্ছে ইলন মাস্ক(Elon Musk)-কে নিয়ে। টুইটারের শেয়ার কেনার এক মাসের মধ্যে গোটা সংস্থাকেই কিনে নেওয়ার পর থেকে বিশ্ববাসীর নজর তাঁর উপর। টুইটারের ভবিষ্যত কী হতে চলেছে, তা নিয়েও আগ্রহের শেষ নেই। মালিকানা বদলের পর থেকে জল্পনা শুরু হয়েছিল এবার চাকরি খোয়াতে পারেন টুইটারের বর্তমান সিইও পরাগ আগরওয়াল। সেই সিদ্ধান্ত প্রায় চূড়ান্তও হয়ে গিয়েছে। অন্দরমহলের খবর, পরবর্তী সিইও-র নামও ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন ইলন মাস্ক। তবে গল্পে এল ‘টুইস্ট’। খাতায় কলমে মালিকানা বদল হলেও, হস্তান্তরের এই প্রক্রিয়া শেষ হতে চলতি বছরের শেষ অবধি সময় লেগে যেতে পারে। মাঝের এই সময়টুকুতে টুইটারের দায়িত্ব সামলাতে পারেন খোদ মাস্ক, এমনটাই সূত্রের খবর।

সিএনবিসি-র প্রতিবেদন অনুযায়ী, ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে টুইটার সংস্থা কেনার চুক্তি চূড়ান্ত হয়ে গেলেই নিজেকে সিইও হিসাবে নিয়োগ করতে পারেন ইলন মাস্ক। তবে এই পদে তিনি চিরস্থায়ী হবেন না, সাময়িকভাবে এই ব্যবস্থা করা হতে পারে বলেই সূত্রের খবর। অর্থাৎ সর্বাধিক কয়েক মাস টুইটারের সিইও থাকতে পারেন ইলন মাস্ক। যদিও তিনি নিজে এই বিষয়ে মুখ খোলেননি।

টুইটারের বর্তমান সিইও পরাগ আগরওয়াল গত বছরের নভেম্বর মাসে দায়িত্ব গ্রহণ করেছিলেন জ্যাক ডরসির ইস্তফার পর। হঠাৎ সংস্থার মালিকানা বদলে বাকি কর্মীদের মতো তিনিও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। গত সপ্তাহেই সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন পরাগ, জানান ইলন মাস্কের টুইটার কেনার ঘোষণার পর থেকেই সংস্থার কর্মীরা তাঁকে নানা মাধ্যমে যোগাযোগ করে জানতে চাইছেন যে তাদের চাকরি সুরক্ষিত থাকবে কিনা।

পরাগ আগরওয়াল বলেন, “আমরা অনেক ক্ষেত্রে আরও ভাল করতে পারতাম বলেই আশা ছিল আমার। একাধিক বিষয় রয়েছে, যার সঙ্গে মৌলিকভাবে আমি একমত নই। আমি চাই মিলিতভাবে আমরা টুইটারকে আরও চিত্তাকর্ষক করার জন্য পরিবর্তন আনি।”

উল্লেখ্য, মালিকানা বদলের পরই টুইটারে একাধিক বদল নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি ইলন মাস্ক নিজেই টুইট করে জানিয়েছেন, সাধারণ মানুষের জন্য টুইটার খরচহীন থাকলেও, সরকার, সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে টুইট করার জন্য খরচ বহন করতে হবে। টুইটারে বিজ্ঞাপন বন্ধ করা নিয়েও চিন্তাভাবনা করছেন টেসলা কর্তা, এমনটাই সূত্রের খবর।