Record Low Weddings: বিয়েতে আগ্রহ নেই, দিন দিন কমছে শিশুজন্মও, সঙ্কটে আরও এক দেশ
Record Low Weddings: নব প্রজন্মের বিয়ের ইচ্ছে কমছে দক্ষিণ কোরিয়ায়। রেকর্ড হারে কমল সেদেশে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সংখ্যা।
সিওল: বিশ্বের একাধিক দেশে ক্রমশ কমছে জনসংখ্যা। ইতিমধ্য়েই এই নিয়ে উদ্বিগ্ন জাপান, চিন সহ একাধিক দেশ। এই তালিকায় রয়েছে দক্ষিণ কোরিয়াও। সেই দেশেও নিম্নমুখী জনসংখ্য়া। সম্প্রতি প্রকাশিত নথি থেকে দেখা যাচ্ছে, দক্ষিণ কোরিয়াতে সর্বনিম্ন জন্মহার। যেখানে জনসংখ্য়া সঙ্কটে ভুগছে দেশ সেই আবহে কমছে বিয়ের সংখ্য়াও। গত বছরে সবথেকে কম সংখ্যক নাগরিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সেদেশে।
বৃহস্পতিবার স্ট্যাটিসটিক্স কোরিয়ার তরফে একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। সেই তথ্য অনুযায়ী, গত বছরে ১,৯২,০০০ যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণ কোরিয়াতে। ২০১২ সালে এই সংখ্যাটা ছিল ৩২৭,০০০। অর্থাৎ, এক দশকে ৪০ শতাংশ কমেছে বিবাহ হার। ১৯৭০ সাল থেকে এখনও পর্যন্ত এই প্রথম এতটা রেকর্ড হারে পতন হয়েছে বিবাহ সংখ্যায়।
দক্ষিণ কোরিয়ার নাগরিকদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অনিচ্ছাও ধরা পড়েছে পরিসংখ্যানে। নথি অনুযায়ী, সেখানকার নাগরিকদের মধ্যে একটু বেশি বয়সে বিয়ে করতে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, পুরুষদের বিয়ে করার বয়স গড় বয়স ৩৩.৭ বছর। এই প্রথম দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এই পরিবর্তন দেখা গেল। মেয়েদের ক্ষেত্রে দেখা গিয়েছে বেশিরভাগ মহিলা ৩১.৩ বছরে জীবনের সঙ্গী বেছে নিচ্ছেন। এই প্রথমবারের জন্য বিয়ের ক্ষেত্রে পুরুষের বয়স বেড়েছে ১.৬ বছর। আর মহিলাদের ক্ষেত্রে বেড়েছে ১.৯ বছর।
এই তথ্য এমন এক সময়ে প্রকাশ্যে এসেছে যখন দক্ষিণ কোরিয়ার জন্মহার ক্রমাগত হ্রাস পাচ্ছে। গত বছর দক্ষিণ কোরিয়াতে সবচেয়ে কম শিশুর জন্ম হয়েছে। সংখ্যাটা ছিল ২,৪৯,০০০। যা এখনও পর্যন্ত সর্বনিম্ন। এই পরিস্থিতি থেকে দক্ষিণ কোরিয়া কীভাবে অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে তা নিয়ে উঠছে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, নিম্ন বিবাহ ও জন্মহারের অন্যতম কারণ হল সেখানে সন্তান ধারণের খরচ এবং সম্পত্তির খরচ। ভাল সংস্থায় কর্মরত মহিলা-পুরুষরাও এই পরিস্থিতিতে সংসার চালাতে নাজেহাল হয়ে যান। বিশেষজ্ঞদের মতে, জন্মহার কমে যাওয়ার আরেকটি কারণ হল, কর্মরত বিবাহিত মহিলাদের সন্তান না নেওয়ার সিদ্ধান্ত। কারণ বাড়ির কাজ সামলে, সন্তান দেখভাল করে নিজের কেরিয়ার বজায় রাখাটাও তাঁদের কাছে চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে।