Suicide Attack: থানায় ঢুকে আত্মঘাতী হামলা, মৃত বেড়ে ২৩
Pakistan News: ফের আত্মঘাতী হামলায় কেঁপে উঠল পাকিস্তান। আবারও থানায় ঢুকে আত্মঘাতী হামলা চালাল আততায়ীরা। ঘটনায় প্রথমে ৩ পুলিশকর্মীর মৃত্যুর খবর মিললেও পরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৩। গুরুতর জখম হয়েছেন আরও ১০ জন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে।
পেশোয়ার: ফের আত্মঘাতী হামলায় কেঁপে উঠল পাকিস্তান। আবারও থানায় ঢুকে আত্মঘাতী হামলা চালাল আততায়ীরা। ঘটনায় প্রথমে ৩ পুলিশকর্মীর মৃত্যুর খবর মিললেও পরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৩। এছাড়া গুরুতর জখম হয়েছেন আরও ১০ জন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। এই ঘটনার পর গোটা এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। স্কুল, কলেজে ছুটি দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দেরা ইসমাইল খান এলাকার থানায় ঢুকে প্রথমে বিক্ষোভ দেখায় একদল জঙ্গি। পুলিশকর্মীরা তাদের সামাল দিতে গেলে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় ৩ পুলিশকর্মীর মৃত্যু হয়েছে এবং ১০ জন গুরুতর জখম হয়েছেন। পরে ঘটনার দায় স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (TJP)।
প্রসঙ্গত, গত জুলাই মাসেও পুলিশকে নিশানা করে আত্মঘাতী হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেবার উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি থানা এবং পুলিশ আধিকারিকদের সরকারি বাসভবনে পরপর দুটি আত্মঘাতী হামলা হয়। সেবারও ৩ পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছিল।