PM Narendra Modi’s US Visit: চারিদিকে ‘মোদী মোদী’ স্লোগান, ওয়াশিংটনেও দেখা গেল মোদী ম্যাজিক!

PM Modi Welcomed in Washington: প্রধানমন্ত্রী মোদীর আসার খবর শুনেই হোটেলের বাইরে ভিড় জমিয়েছিলেন আমেরিকায় বসবাসকারী অনাবাসী ভারতীয়রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতেই উচ্ছাসে ফেটে পড়েন তাঁরা।

PM Narendra Modi's US Visit: চারিদিকে 'মোদী মোদী' স্লোগান, ওয়াশিংটনেও দেখা গেল মোদী ম্যাজিক!
সমর্থকদের সঙ্গে হাত মেলালেন প্রধানমন্ত্রী মোদী।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 22, 2023 | 10:01 AM

ওয়াশিংটন: শুধু দেশেই নয়, বিদেশের মাটিতেও সমানভাবে জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। তাঁর জনপ্রিয়তা যে আকাশছোঁয়া, তার প্রমাণ আরও একবার মিলল। মঙ্গলবার মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) আমন্ত্রণে তিনদিনের মার্কিন সফরে গিয়েছেন তিনি। মঙ্গলবার নিউইয়র্কে পৌঁছতেই তাঁকে স্বাগত জানান অনাবাসী ভারতীয়রা। চারিদিকে শোনা যায় মোদী মোদী স্লোগান। একই দৃশ্য এবার দেখা গেল ওয়াশিংটনেও। সেখানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক ঝলক দেখতে উপচে পড়া ভিড় নজরে আসে। সমর্থকদের নিরাশ করেননি প্রধানমন্ত্রী মোদীও। তাদের সামনে গিয়ে হাত নাড়ান তিনি।

তিনদিনের সফরে বৃহস্পতিবার ওয়াশিংটনে এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি উইলার্ড ইন্টারকন্টিনেন্টাল হোটেলে থাকছেন তিনি। প্রধানমন্ত্রী মোদীর আসার খবর শুনেই হোটেলের বাইরে ভিড় জমিয়েছিলেন আমেরিকায় বসবাসকারী অনাবাসী ভারতীয়রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতেই উচ্ছাসে ফেটে পড়েন তাঁরা। চারিদিক থেকে ‘মোদী মোদী’ স্লোগানও শোনা যায়। অনেকে আবার জয় শ্রী রাম স্লোগানও দেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হোটেলের বাইরে ভিড় জমানো অনাবাসী ভারতীয়দের উদ্দেশে হাত নাড়ান হাসি মুখে। অনেকের সঙ্গে হাতও মেলান তিনি।