Russia-Ukraine War: রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ার ব্রিজ উড়িয়ে দিল ইউক্রেন

২০১৪ সালে হামলা চালিয়ে ইউক্রেনের থেকে ক্রিমিয়া দ্বীপের দখল নেয় রাশিয়া। অন্য দিকে ইউক্রেনের খেরসন অঞ্চলও গত বছর থেকে রয়েছে রাশিয়ার দখলে। এই দুই এলাকায় চোংগার ব্রিজের মাধ্যমে সংযুক্ত। মধ্য রাতে ইউক্রেনের হামলায় সেই ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

Russia-Ukraine War: রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ার ব্রিজ উড়িয়ে দিল ইউক্রেন
ইউক্রেনের হামলায় ক্ষতিগ্রস্ত ব্রিজ
Follow Us:
| Edited By: | Updated on: Jun 22, 2023 | 3:45 PM

ক্রিমিয়া: ২০২২ সালের ফেব্রয়ার মাসে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। সেই যুদ্ধ এখনও শেষ হয়নি। রাশিয়ার হামলার ঝাঁজ আগের থেকে অনেকটা কমেছে। কিন্তু তাই বলে বন্ধ হয়ে যায়নি। অন্য দিকে পশ্চিমী দুনিয়ার থেকে অস্ত্র সাহায্য পেয়ে রাশিয়ার হামলা জবাব দিচ্ছে ইউক্রেন। এমনকি রাশিয়ার দখলে থাকা এলাকাতেও হামলা চালাচ্ছে ইউক্রেন। সম্প্রতি ইউক্রেনের চালানো হামলায় একটি ব্রিজের ব্যাপক ক্ষতি দিয়েছে। ক্রিমিয়া দ্বীপের সঙ্গে ইউক্রেনের দক্ষিণাংশের সঙ্গে সংযোগ করে ওই ব্রিজ। ইউক্রেনের দক্ষিণের ওই অংশ রয়েছে রাশিয়ার দখলে। এই ব্রিজের উপর হামলার কথা বৃহস্পতিবার জানিয়েছে রাশিয়া।

২০১৪ সালে হামলা চালিয়ে ইউক্রেনের থেকে ক্রিমিয়া দ্বীপের দখল নেয় রাশিয়া। অন্য দিকে ইউক্রেনের খেরসন অঞ্চলও গত বছর থেকে রয়েছে রাশিয়ার দখলে। এই দুই এলাকায় চোংগার ব্রিজের মাধ্যমে সংযুক্ত। মধ্য রাতে ইউক্রেনের হামলায় সেই ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রিমিয়ার গভর্নর এই খবর জানিয়েছেন।

এ বিষয়ে ক্রিমিয়ার গভর্নর ভ্লাদিমির সালদো জানিয়েছেন, চোংগারের কাছে ব্রিজে হামলা চালায় ইউক্রেন। সেই হামলায় ব্রিজে গর্তের তৈরি হয়েছে। ব্রিজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত। জানা গিয়েছে, রাশিয়ার দখলে থাকা এলাকা ফিরে পেতে মরিয়া ইউক্রেন। সেই লক্ষেই ওই সব এলাকায় হামলা চালাচ্ছে তারা। সেটি সে রকমই একটি হামলার অংশ।