Gas Leak: রেস্তোরাঁয় গ্যাস লিক করে বিস্ফোরণ, চিনে মৃত ৩১
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় থাকা রেস্তোরাঁর এলপিজি ট্যাঙ্ক লিক করে। তার জেরেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর জেরে প্রচুর মানুষ আহত হন। তার মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সাত জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন।
বেজিং: রেস্তোরাঁয় গ্যাস লিক করে ঘটল বিস্ফোরণ। এর জেরে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে চিনের উত্তর-পশ্চিমে নিংজিয়া এলাকায়। চিনের সরকারি সংবাদমাধ্যমে এই ঘটনার কথা প্রকাশিত হয়েছে। চিনের সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, নিংজিয়া প্রদেশের ইনচুয়ান শহরে একটি বারবিকিউ রেস্তোরাঁয় গ্যাস লিকের ঘটনা ঘটেছে। ড্রাগন বোট ফেস্টিভ্যালের প্রস্তুতির জন্য ওই এলাকায় বুধবার সন্ধ্যায় ভিড় ছিল ভালই। ব্যস্ত রাস্তার ধারে রাত সাড়ে ৮টা নাগাদ বিস্ফোরণ ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় থাকা রেস্তোরাঁর এলপিজি ট্যাঙ্ক লিক করে। তার জেরেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর জেরে প্রচুর মানুষ আহত হন। তার মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সাত জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন।
ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে স্থানীয় প্রশাসনকে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন। এর আগে ২০১৫ সালে চিনে রাসায়নিক বিস্ফোরণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। চিনের উত্তরে বন্দর শহর তিয়ানজিনে সেই দুর্ঘটনায় প্রায় ১৭৩ জনের মৃত্যু হয়েছিল।