ভিডিয়ো: কপ্টারে লাশ ঝুলিয়ে তালিবানি ‘তামাশা’! নৃশংসতার নয়া নজির দেখল বিশ্ব

হেলিকপ্টারে দড়ি বেঁধে কোনও মানুষকে ঝুলিয়ে আকাশে উড়তে দেখা গিয়েছে ওই কপ্টারকে।

ভিডিয়ো: কপ্টারে লাশ ঝুলিয়ে তালিবানি 'তামাশা'! নৃশংসতার নয়া নজির দেখল বিশ্ব
ছবি-Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2021 | 4:11 PM

কাবুল: আফগানিস্তান থেকে মার্কিন সেনাবাহিনী প্রত্যাহার সম্পূর্ণ হতেই এবার দাঁত-নখ বের নিজের আসল রূপ দেখাতে শুরু করেছে তালিবান। গোটা দেশ দখল করে নেওয়া তালিবানিরা ঠিক কতটা নৃশংস, সেই ছবি যেন বিশ্বের সামনে তারা নিজেরাই তুলে ধরছে। সোমবার মধ্যরাতে মার্কিন সেনা আফগান জমি ছাড়ার পর মঙ্গলবার সকালে আমেরিকার একটি ব্ল্যাক হক হেলিকপ্টার কান্দাহারের উপর ঘুরতে দেখা যায়। যা খুব স্বাভাবিকভাবেই এখন তালিবানের নিয়ন্ত্রণে। কিন্তু হেলিকপ্টারের থেকেও যে বিষয়টি বেশি দৃষ্টি আকর্ষণ করেছে তা হল- হেলিকপ্টারে দড়ি বেঁধে কোনও মানুষকে ঝুলিয়ে আকাশে উড়তে দেখা গিয়েছে ওই কপ্টারকে।

একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা এই ভিডিয়োটি টুইট করে লিখেছেন, কপ্টারে করে আসলে কান্দাহারের উপর নজরদারি চালাচ্ছে তালিবানিরা। কিন্তু তারা কতটা নৃশংস, সেটা বুঝিয়ে দিতেই কোনও ব্যক্তিকে হত্যা করে এভাবে হেলিকপ্টারের নীচে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ভিডিয়োতে যদিও বোঝার উপায় নেই ওই ঝুলন্ত ব্যক্তি আদৌ জীবিত রয়েছে কি না! কিন্তু স্থানীয় সূত্র বলছে, এই কাজ তালিবানের। কাউকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে এভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যেই ভিডিয়ো প্রায় আগুনের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর আগে প্রাণ নিয়ে পালানোর সময় বিমান থেকে পড়ে মৃত্যুর বিরল ছবি দেখা গিয়েছিল কাবুলে। আজকের এই দৃশ্য যেন তালিবানি নৃশংসতাকে আরও একধাপ উপরে নিয়ে গেল।

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত মাসেই আমেরিকার পক্ষ থেকে আফগানিস্তানকে অন্তত ৭টি ব্ল্যাক হক হেলিকপ্টার দেওয়া হয়েছিল। সেই কপ্টারগুলি নিয়ে আপাতত দাপিয়ে বেড়াচ্ছে তালিবানিরা। এ বাদে আফগানিস্তানের মাটিতে আমেরিকার ফেলে আসা প্রায় ৭৩ টি যুদ্ধবিমান-সহ বাকি অত্যাধুনিক অস্ত্র-শস্ত্রকে অকেজো করে আসা হয়েছে। ফলে তালিবানিরা চাইলেও সেগুলি ব্যবহার করতে পারবে না। মার্কিন সেনার দাবি অন্তত এমনটাই। অন্যদিকে, মার্কিন সেনার শেষ বিমানটি কাবুলের আকাশ ছেড়ে বেরোনর কয়েক ঘণ্টার মধ্যে বিমানবন্দরের দখল নেয় তালিবানরা।

বেশ কিছু ভিডিয়োতে দেখা গিয়েছে, বিমানবন্দরে ঢুকে মার্কিন সেনার পরিত্যক্ত চিনুক হেলিকপ্টার এবং অন্যান্য যুদ্ধাস্ত্র খতিয়ে দেখছে তালিবানের বিশেষ আর্মি বদরি ৩১৩। ইতিমধ্যেই সদলবলে ঢুকে কাবুল বিমানবন্দরের প্রায় প্রতিটি কোনায় দখল নিয়ে ফেলেছে তালিবানিরা। ফলে এরপর অন্যান্য দেশের আরও কোনও নাগরিকের কাবুল থেকে ফেরার সম্ভাবনা আর রইল না বললেই চলে। আরও পড়ুন: চোখের সামনে পড়ে থাকবে, তবু কোনোদিন মার্কিন সেনার ফেলে আসা ৭৩ টি বিমান ওড়াতে পারবে না তালিবান