মালিক হতে পারেন লন্ডনের আশ্চর্য পাতলা বাড়ির, কত খরচ হবে জানেন?
কত টাকায় পাবেন 'লন্ডন ম্যাজিক'?
লন্ডন: চোখের পলকেই হারিয়ে যেতে পারে এই বাড়ি। প্রথম দেখায় বাড়ি নাও মনে হতে পারে। একদিকে স্বাস্থ্যকেন্দ্র, অন্য দিকে স্যালোঁ। মাঝখানে বাড়িটা ৫ তলা। আর এই বাড়ির প্রস্থ ৫ ফুট ৬ ইঞ্চি। শেফার্ডস বুশের এই বাড়ি কিনতে খরচ হবে ১৩ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় ৯ কোটি ৪৬ লক্ষ ২৪ হাজারের সামান্য বেশি টাকা খরচ করলেই এই বাড়ির মালিক হতে পারেন আপনি।
এই আশ্চর্য বাড়ি গড়ে উঠেছিল উনবিংশ শতাব্দীর একেবারে শেষে কিংবা বিংশ শতাব্দীর শুরুর দিকে। পুরনো ভাবভঙ্গি আঁকড়ে এখনও মাথা তুলে দাঁড়িয়ে আছে এই বাড়ি। বাড়িটি বিক্রির দায়িত্বে রয়েছেন ডেভিড মায়ারস। তিনি জানান, এই বাড়িটি লন্ডনের (London) ইতিহাসের একটি অনন্য অংশ। বাড়িটিকে ‘লন্ডন ম্যাজিকের’ও তকমা দিয়েছেন তিনি।
আরও পড়ুন: ‘বিশ্বের ক্ষুদ্রতম সরীসৃপ’ বিজ্ঞানীদের হাতে, আকার নখের সমান
বাড়িটির রান্নাঘর হল সবচেয়ে পাতলা অংশ। উপরের ডাইনিংয়ের অংশটা যদিও একটি বেশি চওড়া। বাড়িটির ঐতিহ্যাবাহী ফ্রেঞ্চ জানালার পিছনে রয়েছে সাজানো বাগানও। বাড়িটির প্রথম তলে রয়েছে একটি বেডরুম ও পড়াশোনার একটি ঘর। দ্বিতীয় তলে বাথরুম, তৃতীয় তলেও একটি বেডরুম। মায়ারসের মতে, এই বাড়ির সৌন্দর্যে মুগ্ধ হয়ে এটি কোনও যুগল বা একজন ব্যক্তি কিনেছিলেন। এই বাড়ির মতো অন্য কোনও বাড়ি সারা লন্ডনের কোথাও নেই।