‘বিশ্বের ক্ষুদ্রতম সরীসৃপ’ বিজ্ঞানীদের হাতে, আকার নখের সমান
যে দুই গিরগিটি গবেষকদের হাতে এসেছে, তার একটি পুরুষ অন্যটি মহিলা।
মাদাগাস্কার: এই সরীসৃপ আকারে একটি সূর্যমুখী বীজের থেকেও ছোট। সম্ভবত এটিই ‘বিশ্বের ক্ষুদ্রতম সরীসৃপ’, এমনটাই দাবি বিজ্ঞানীদের। আর এই সরীসৃপটি হল একটি গিরগিটি (Chameleon)। এই প্রাণীর হদিশ পেয়েছেন জার্মানি ও মাদাগাস্কারের গবেষকরা। হদিশ পাওয়া দু’টি গিরগিটি এতটাই ছোট যে হাতের আঙুলের ডগায় কোনও সমস্যা ছাড়াই বসতে পারে।
যে দুই গিরগিটি গবেষকদের হাতে এসেছে, তার একটি পুরুষ অন্যটি মহিলা। দু’টি গিরগিটির মধ্যে পুরুষটির দৈর্ঘ্য ২২ মিলিমিটার। নারী গিরগিটি পুরুষের থেকে কিছুটা লম্বা। তার দৈর্ঘ্য ২৯ মিলিমিটার। মাদাগাস্কারের এই গিরগিটি আবিষ্কার হওয়ার আগে সবচেয়ে ছোট গিরগিটির সন্ধান মিলেছিল ২০১২ সালে। এই গিরগিটিগুলি আসলে ন্যানো প্রজাতিভুক্ত। তাই এদের ন্যানো গিরগিটিও বলা হয়ে থাকে।
আরও পড়ুন: শ্বশুরের ঘুষিতে ঘরজামাইয়ের মৃত্যু, পুলিশের দ্বারস্থ মেয়ে
মিউনিখের গবেষণা প্রতিষ্ঠান বাভারিয়ান স্টেট কালেকশন অব জুলজির তথ্য অনুযায়ী, মোট ১১ হাজার ৫০০ প্রজাতির গিরগিটি রয়েছে। তার মধ্যে ন্যানো গিরগিটিই আকারে সবচেয়ে ছোট। তবে রিপোর্টে বিজ্ঞানীর এই বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন যে, ক্রমশ হারিয়ে যাচ্ছে এই ন্যানো গিরগিটিরা। ফলে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে তারা।