Sheep: এই দেশে মানুষের থেকে ভেড়ার সংখ্যা বেশি
New Zealand sheep: মানুষের থেকে ভেড়ার সংখ্যা বেশি! না ভুল পড়েননি। নিউজিল্যান্ড এমন এক দেশ যেখানে মানুষের থেকে ভেড়ার সংখ্যা বেশি। কিন্তু সাম্প্রতিক রিপোর্টে তৈরি হয়েছে উদ্বেগ।
ওয়েলিংটন: মানুষের থেকে ভেড়ার সংখ্যা বেশি! না ভুল পড়েননি। নিউজিল্যান্ড এমন এক দেশ যেখানে মানুষের থেকে ভেড়ার সংখ্যা বেশি। সোমবার (২২ মে) নিউজিল্যান্ডের কৃষি উৎপাদন বিভাগের পক্ষ থেকে দেশের ভেড়ার সংখ্য়া প্রকাশ করা হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেই দেশের ভেড়ার সংখ্যা বর্তমানে নিউজিল্যান্ডের মোট ভেড়ার সংখ্যা ২ কোটি ৫৩ লক্ষ। নিউজিল্যান্ডের জনসংখ্যার ৫ গুণের কিছু কম (৪.৯৪ গুণ)। আর এই ‘কিছু কম’ নিয়েই শুরু হয়েছে দেশ জুড়ে চর্চা। কারণ, নিউজিল্যান্ডে প্রথম ভেড়ার সংখ্যা গণনা করা হয়েছিল ১৮৫০ সালে। সেই সময় থেকে এই প্রথম সেই দেশের ভেড়ার সংখ্য়া জনসংখ্যার ৫ গুণের নীচে নেমে গিয়েছে। ভেড়ার জাতীয় পরিসংখ্যান রিপোর্টে এই সংখ্য়া কমার জন্য, চাষের খরচ বৃদ্ধি এবং পশমের দাম কমে যাওয়ার মতো কারণ দেখানো হয়েছে।
রিপোর্টে আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়ার তুলনায় দেশে নিউজিল্যান্ডে ভেড়ার সংখ্যার সম্প্রতি অত্যন্ত কমে গিয়েছে। বর্তমানে নিউজিল্যান্ডের থেকে অস্ট্রেলিয়ায় তিনগুণ বেশি ভেড়া রয়েছে। ভেড়ার সংখ্যার নিরিখে সবার আগে রয়েছে চিন। কিন্তু, তার থেকে তাদের মানুষের সংখ্যা অনে বেশি। আসলে, চিনের জনসংখ্যা ১৪০ কোটি, আর সেখানে নিউজিল্যান্ডের জন সংখ্যা মাত্র ৫২ লক্ষ। তাই, তাদের ভেড়ার সংখ্যা এবং জনসংখ্যার অনুপাত চমকে দেওয়ার মতো।
সরকারি রিপোর্ট আরও বলা হয়েছে, ১৮৫০ সাল নাগাদ নিউজিল্যান্ডের অর্থনীতির একটি অন্যতম অংশ হয়ে উঠতে শুরু করেছিল ভেড়া। দ্রুতই সেই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্যে পরিণত হয়েছিল পশম। আজও ওয়েলিংটন বিশ্বের অন্যতম প্রধান পশম রপ্তানিকারক। ২০২২ সালে, ২৮ কোটি ৪০ লক্ষ মার্কিন ডলার মূল্যের পশম রফতানি করেছে তারা।