ব্রিটেনে মঙ্গলবারই করোনা টিকা! দেশের এক তৃতীয়াংশ মানুষ পাবে ভ্যাকসিন, ভারতে কবে?
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সে দেশের ন্যাশনাল হেলথ সার্ভিসের (NHS) একটি ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে বাক্স বাক্স করোনা প্রতিষেধক এসে জমা হয়েছে দক্ষিণ লন্ডনের ক্রয়ডন বিশ্ববিদ্যালয়ে।
লন্ডন: যদি এই সপ্তাহে করোনা (COVID-19) প্রতিষেধকের বিতরণ শুরু হয়, তাহলে ব্রিটেনই হবে প্রথম দেশ যারা ফাইজ়ারের (Pfizer) করোনা প্রতিষেধক বিতরণ করবে। রবিবারই বরিস জনসনের সরকার জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই সে দেশের প্রশাসন হাসপাতাল ও ক্লিনিকে করোনা প্রতিষেধক মজুত করার কাজ শুরু করে দিয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার থেকেই ব্রিটেনে শুরু হচ্ছে ফাইজ়ারের টিকাকরণ।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সে দেশের ন্যাশনাল হেলথ সার্ভিসের (NHS) একটি ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে বাক্স বাক্স করোনা প্রতিষেধক এসে জমা হয়েছে দক্ষিণ লন্ডনের ক্রয়ডন বিশ্ববিদ্যালয়ে। মাইনাস ৮০ ডিগ্রি উষ্ণতায় সংরক্ষণ করা হচ্ছে ফাইজ়ারের টিকা। ক্রয়ডন স্বাস্থ্য পরিষেবার অন্যতম প্রধান লোইস কোঘলান বলেছেন, “এটা বিস্ময়কর। সত্যিই মনে রাখার মতো মুহূর্ত।”
ব্রিটেনে প্রথমে করোনা প্রতিষেধক দেওয়া হবে স্বাস্থ্য কর্মীদের তারপর গুরুতর অসুস্থ বয়স্ক করোনা আক্রান্তদের দেওয়া হবে ফাইজ়ারের করোনা টিকা। গত সপ্তাহেই প্রথম দেশ হিসাবে ফাইজ়ারের করোনা প্রতিষেধককে অনুমোদন দিয়েছে ব্রিটেন। তারপর অনুমোদন দিয়েছে বাহরাইনও।
ইতিমধ্যেই ফাইজ়ারের কাছে ৪ কোটি করোনা প্রতিষেধক চেয়েছে ব্রিটেন। ফাইজ়ারের টিকার দুটি ডোজ় দিতে হবে প্রত্যেককে। সেক্ষেত্রে ৬ কোটি ৭০ লক্ষ ব্রিটিশ নাগরিকের ২ কোটি অর্থাৎ প্রায় এক তৃতীয়াংশ নাগরিক পাবেন প্রথম পর্বের এই করোনা প্রতিষেধক। চলতি সপ্তাহেই করোনা প্রতিষেধক পেয়ে যাবেন ব্রিটেনের ৮ লক্ষ মানুষ।
আরও পড়ুন: ফাইজ়ারের পর এবার ছাড়পত্র চাইল সেরামও, ট্রায়াল চলছে শেষ পর্যায়ে
ভারতেও করোনা প্রতিষেধকের অনুমোদন চেয়ে আবেদন করেছে ফাইজ়ার। কিন্তু ফাইজ়ারের করোনা প্রতিষেধকের কোনও ট্রায়ালই হয়নি ভারতে। সেক্ষেত্রে পরে আবেদন করলেও আগে অনুমোদন পেতে পারে সেরাম। সেরাম এদেশে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজ়েনেকার তৈরি কোভিশিল্ডের জন্য অনুমোদন চেয়েছে।