Israel Crisis: জীবন বাজি রেখে রণক্ষেত্রে টিভি-৯ এর প্রতিনিধি, উঠে এল গাজা-সহ পার্শ্ববর্তী এলাকার হাড়হিম করা ছবি

Israel Crisis: গাজা-সহ পাশ্ববর্তী সমস্ত অঞ্চলেই কান পাতলেই শোনা যাচ্ছে বোমা-গুলির আওয়াজ। সর্বত্রই বারুদের গন্ধ। এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে সেনা ঘাঁটি। সেখান থেকেই হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা।

Israel Crisis: জীবন বাজি রেখে রণক্ষেত্রে টিভি-৯ এর প্রতিনিধি, উঠে এল গাজা-সহ পার্শ্ববর্তী এলাকার হাড়হিম করা ছবি
রণক্ষেত্রে টিভি-৯Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2023 | 8:24 PM

ইজরায়েল: দেখতে দেখতে চারদিন পার। সময়ের সঙ্গে বাড়ছে যুদ্ধের তীব্রতা। কেঁপে কেঁপে উঠছে পশ্চিম এশিয়া। ধূলিসাৎ একের পর এক জনপদ। শনিবার যুদ্ধটা শুরু করেছিল প্যালেস্তাইনের হামাস গোষ্ঠী। জল-স্থল-আকাশ, তিনদিক দিয়ে ইজরায়েলের উপর হামলা চালায় তারা। ইজরায়েল সরকার কিছু বুঝে ওঠার আগেই ধূলিসাৎ হয়ে যায় কিলোমিটারের পর কিলোমিটার জনপদ। বাড়ি থেকে বের করে এনে নিরীহ শিশু, মহিলাদের খুন করে জঙ্গিরা। প্রাথমিক ধাক্কা সামলে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল। মধ্যপ্রাচ্যের নকশা বদলে দেওয়ার হুমকি দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এরজন্য ইজরায়েল সেনাকে প্রত্যাঘাতের সবরকম ছাড়পত্র দিয়ে দেন তিনি। এরপরই গাজা ভূখণ্ডে হামাস ইসলামিক জেহাদিদের ঘাঁটি লক্ষ্য করে লাগাতার বিমান হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। স্থলপথেও চলছে কামান দাগা। এবার সেই যুদ্ধক্ষেত্রেই পৌঁছে গেল টিভি-৯। জীবন বাজি রেখে রণক্ষেত্রে দাঁড়িয়ে সেই ছবি তুলে এনেছেন আমাদের প্রতিনিধি সুনিত চৌধুরী, মনীষ ঝাঁ।

গাজা-সহ পাশ্ববর্তী সমস্ত অঞ্চলেই কান পাতলেই শোনা যাচ্ছে বোমা-গুলির আওয়াজ। সর্বত্রই বারুদের গন্ধ। এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে সেনা ঘাঁটি। সেখান থেকেই হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। গাজা ভূখণ্ডে প্রত্যাঘাতের পাশাপাশি ইজরায়েলের নানা জায়গায় ঘাঁটি গেড়ে থাকা হামাস জঙ্গিদের খুঁজেও চলছে নিকেশ পর্ব। আমাদের প্রতিনিধিরা গিয়েছিলেন সেডড্রটেও। আবাস এলাকা হিসাবে যুদ্ধে এখনও পর্যন্ত সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এখানেই। হামাসের জঙ্গিরা এখানে থাকা থানারও দখল নিয়ে নেয়। 

যদিও পরবর্তীকালে ইজরায়েলি সেনার সঙ্গে এই এলাকাতেই ব্যাপক যুদ্ধ হয় হামাসের। ১০ জনের বেশি জঙ্গিকে মেরে ফেলা হয়। হাতে মারার পাশাপাশি হামাসকে পাতে মারারও ছক কষেছে ইজরায়েল। হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজা ভূখণ্ডে খাবার, বিদ্যুৎ এবং জ্বালানির জোগান বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর অবশ্য হার মানতে চাইছে না হামাস। গাজায় হামলা হলে অপহৃত ইজরায়েলিদের একে একে খুন করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ২ পক্ষের সংঘর্ষে এখনও পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে তার এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও তথ্য মেলেনি। তবে সংখ্যাটা ২ হাজার ছাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। আহত আরও কয়েক হাজার।