Chernobyl fish: হ্রদে জাল ফেলতেই উঠল দুই মাথাওয়ালা মাছ! আছে দুটি মুখ, চারটি চোখ

ইউক্রেনের চের্নোবিল পরমাণু কেন্দ্রের কাছে একটি হ্রদ থেকে পাওয়া গেল দুই মাথা বিশিষ্ট এক আশ্চর্য মাছ। মাছটির দুটি মুখ এবং চারটি চোখ রয়েছে।

Chernobyl fish: হ্রদে জাল ফেলতেই উঠল দুই মাথাওয়ালা মাছ! আছে দুটি মুখ, চারটি চোখ
মাছটির দুটি মুখ এবং চারটি চোখ রয়েছে
Follow Us:
| Edited By: | Updated on: Sep 23, 2022 | 10:23 AM

কিয়েভ: ইউক্রেনের চের্নোবিল পরমাণু কেন্দ্রের কাছে একটি হ্রদ থেকে পাওয়া গেল দুই মাথা বিশিষ্ট এক আশ্চর্য মাছ। মাছটির দুটি মুখ এবং চারটি চোখ রয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই মাছটির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। নেটিজেনদের অনেকেই দাবি করছেন, ২০১৭ সালে ওই হ্রদটিতে পারমাণবিক দূষণ ঘটেছিল। আর সেই দূষণের কারণেই এই উদ্ভট দর্শন মাছটির শারীরিক বিকৃতি ঘটেছে। তবে, বিজ্ঞানীরা এই বিষয়ে নিশ্চিত নন, তাঁদের দাবি, দূষণের কারণেই মাছটির এরকম বিকৃতি ঘটেছে কি না জানতে আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন।

বিজ্ঞানীরা জানিয়েছেন, ভিডিয়োতে মাছটিকে স্বাস্থ্যকর এবং সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্ক বলে মনে হচ্ছে। কাজেই সম্ভবত পারমাণবিক দূষণের কারণে এটি এরকম অদ্ভুত দর্শন হয়নি। কারণ সেই ক্ষেত্রে এটির শৈশবেই মৃত্যু হত। ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলিনার জীববিজ্ঞানী ড. টিমোথি মুসো বলেছেন, “বিকিরণ থেকে হওয়া অধিকাংশ অভিযোজনের ফলে আয়ু কমে যায়। এতদিন বেঁচেই থাকার কথা নয় মাছটির। এই ধরনের অধিকাংশ অভিযোজিত প্রাণী এতদিন বাঁচে না যে সেটি এত বড় হবে।”

ড. টিমোথি মুসো এর আগে চেরনোবিল এবং ফুকাশিমা – দুই জায়গাতেই প্রাণীদের উপর পারমাণবিক দূষণের প্রভাব নিয়ে গবেষণা করেছেন। তিনি আরও বলেছেন, “গবেষণার সময় আমরা এরকম শয়ে শয়ে বা হাজার হাজার প্রাণী নিয়ে কাজ করি। প্রত্যেকটি ক্ষেত্রেই মনে হতে পারে বিকিরণের কারণেই সেগুলির বিকৃতি ঘটেছে। তবে, যথাযথভাবে নিয়ন্ত্রিত পরীক্ষা ছাড়া তা নিশ্চিতভাবে বলা প্রায় অসম্ভব। যদি অন্য তেজস্ক্রিয়ভাবে দূষিত স্থানে এই ধরনের অভিযোজন আগে পরিলক্ষিত হয়, তাহলে অবশ্য বলা যায়।”

ভিডিয়োতে মাছটির দুটি মুখ ও চারটি চোখ আছে বলে মনে হলেও, একাংশের বিজ্ঞানীরা তা মানতে নারাজ। তাঁদের দাবি দ্বিতীয় যে মুখটি দেখা যাচ্ছে, সেটি আসলে একটি ক্ষত হতে পারে। পুরোপুরি নিরাময় না হওয়ায় ওই হর্তের মতো অংশ তৈরি হয়েছে। তাঁদের মতে, মাথার উপরে যে দ্বিতীয় জোড়া ‘চোখ’ দেখা যাচ্ছে, সেটি সম্ভবত চোখ নয়। সেগুলি মাছটির নাসারন্ধ্র। কারণ মাছটি এশিয়ান কার্প বলে মনে হচ্ছে। এদের অন্যতম বৈশিষ্ট্য হল মাথার উপরের দিকে নাসারন্ধ্র থাকে।

তবে, বিজ্ঞানের এই কচকচির মধ্যে ঢুকতে নারাজ নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে এই আশ্চর্য মাছটি নিয়ে। একজন লিখেছেন, “চেরনোবিলের কাছে মাছ ধরা বন্ধ করা উচিত।” আরেকজন বলেছেন, “এটা আমার দেখা সবচেয়ে অস্বস্তিকর জিনিসগুলির অন্যতম।”