ভিডিয়ো: শিকেয় করোনাবিধি, অফিসেই সহকর্মীকে চুমু, চাপে পদত্যাগ স্বাস্থ্যমন্ত্রীর

Matt Hancock: খোদ স্বাস্থ্যমন্ত্রীকে দেখা গেল করোনাবিধি শিকেয় তুলে অফিসে সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ ভাবে চুম্বনে লিপ্ত হতে।

ভিডিয়ো: শিকেয় করোনাবিধি, অফিসেই সহকর্মীকে চুমু, চাপে পদত্যাগ স্বাস্থ্যমন্ত্রীর
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jun 27, 2021 | 1:27 PM

লন্ডন: ব্রিটেনে একাধিক করোনা (COVID 19) প্রজাতি ফের সংক্রমণের গতি বাড়াচ্ছে। এমতাবস্থায় সামাজিক দূরত্ব ও অন্যান্য করোনাবিধি পালনের জন্য বারবার দেশের মানুষকে নির্দেশ দিচ্ছে প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার। তার মধ্যেই খোদ স্বাস্থ্যমন্ত্রীকে দেখা গেল করোনাবিধি শিকেয় তুলে অফিসে সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ ভাবে চুম্বনে লিপ্ত হতে। যা নিয়ে বরিস সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে প্রধান বিরোধী ল্যাবর পার্টি। পরিস্থিতির চাপে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

ব্রিটেনে টিকাকরণের ক্ষেত্রে একেবারে প্রথম সারি থেকে নেতৃত্ব দিচ্ছিলেন ম্যাট হ্যানকক। বরিস জনসনকে চিঠি লিখে তিনি পদত্যাগ করার পর তাঁর জায়গায় নয়া স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী সাজিদ জাভিদ। হ্যানককের পদত্যাগ পত্র পেয়ে জনসন জানিয়েছেন, তিনি দুঃখিত তবে স্বাস্থ্যমন্ত্রীর করোনা প্রতিরোধে কাজের জন্য তিনি গর্বিত। করোনাবিধি ভাঙার পরও ম্যাট হ্যানককের পাশেই দাঁড়িয়েছিলেন জনসন। তবে সাধারণ মানুষকে করোনাবিধি পালনের বার্তা বারবার দিয়ে গিয়েছেন বরিস জনসন।

৬ মে সিসিটিভি ফুটেজে দেখা যায়, সহকর্মী জিনা কোলাডানগেলোকে অফিসেই চুমু খাচ্ছেন ম্যাট হ্যানকক। এরপরই করোনাবিধি ভাঙা ও ম্যাট হ্যানককের উপদেষ্টামণ্ডলীতে জিনার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। গত সপ্তাহেও প্রশ্নের মুখে পড়েছিলেন ম্যাট হ্যানকক। তখন তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে মিথ্যে বলে নিজের বন্ধুকে চুক্তি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। এখন ফের জিনা কাণ্ডে জর্জরিত ম্যাট হ্যানকক। জিনা ফ্যাশন জগতে বিখ্যাত অলিভার ট্রেসের স্ত্রী। তাঁদের ৩ সন্তান রয়েছে, যাদের নাম তালিয়া, ব্রুনো ও লায়লা। জানা গিয়েছে, ম্যাট হ্যানকক ও জিনা একে অপরকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে চেনেন।

আরও পড়ুন: সস্তার ফাইজার ছেড়ে কেন ভারতের কোভ্যাক্সিন কিনল ব্রাজিল? চাপ বাড়ছে প্রেসিডেন্টের