‘মুখ ফসকে লাদেনকে শহিদ বলে ফেলেছিলেন ইমরান’
ইমরান খান উর্দু ভাষায় বলেছিলেন, “আমি কোনওদিনও ভুলব না কীভাবে আমেরিকানরা পাকিস্তানে এসে ওসামা বিন লাদেনকে খুন করেছিল। তাঁকে শহিদ করেছিল।”
ইসলামাবাদ: পার্লামেন্টে ওসামা বিন লাদেনকে ‘শহিদ’ তকমা দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। ২০২০ সালের জুন মাসে পাক সংসদে ইমরান খান উর্দু ভাষায় বলেছিলেন, “আমি কোনওদিনও ভুলব না কীভাবে আমেরিকানরা পাকিস্তানে এসে ওসামা বিন লাদেনকে খুন করেছিল। তাঁকে শহিদ করেছিল।” তারপর একই প্রশ্নবাণের মুখে পড়ে ‘স্কিপ’ করতে বাধ্য হয়েছিলেন পাক বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি। এ বার ইমরানের ‘শহিদ’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন পাকিস্তানের ফেডারেল তথ্যমন্ত্রী ফবাদ চৌধরি।
তিনি এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পাকিস্তান বিশ্বাস করে ওসামা বিন লাদেন একজন জঙ্গি ও আল-কায়েদা একটি জঙ্গি সংগঠন। তাহলে কেন ইমরান লাদেনকে শহিদ বললেন? সে বিষয়ে ফবাদ জানিয়েছেন, ওটা আর কিছুই না ‘মুখ ফসকে’ বেরিয়ে যাওয়া একটি কথা। কয়েকদিন আগেই এক সাংবাদিক পাক বিদেশমন্ত্রীকে প্রশ্ন করেন, তিনি কি ইমরানের ‘শহিদ’ মন্তব্যের সঙ্গে সহমত? তখন কুরেশি বলেছিলেন, “আমি এটা পাস করতে চাই।”
এরপরই তুমুল আলোচনা শুরু হয়েছিল বিভিন্ন মাধ্যমে। এ বার ফবাদ সেই সব আলোচনায় ইতি টানলেন। উল্লেখ্য, লাদেন ছিলেন আমেরিকার ৯/১১ হামলার মাস্টার মাইন্ড। যে হামলায় ৩,০০০ আমেরিকাবাসীর মৃত্যু হয়েছিল। এরপর মার্কিন সেনা পাকিস্তানে এসে লাদেনেকে খতম করে।
আরও পড়ুন: ইমরান বলেছিলেন লাদেন ‘শহিদ’, একই প্রশ্নে পাক বিদেশমন্ত্রীর মুখে ‘হ-য-ব-র-ল’