AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Russia-Ukraine Conflict : রাশিয়ার ‘মন জয়’, মুছল আমেরিকা-ফ্রান্স-জাপানের পতাকা, অক্ষত ভারত

Russia-Ukraine Conflict : রাশিয়ার রকেট থেকে মুছে দেওয়া হল আমেরিকা, ব্রিটেন এবং জাপানের পতাকা। তবে ভারতের পতাকা অক্ষত রাখা হল।

Russia-Ukraine Conflict : রাশিয়ার 'মন জয়', মুছল আমেরিকা-ফ্রান্স-জাপানের পতাকা, অক্ষত ভারত
ছবি সৌজন্যে : টুইটার
| Edited By: | Updated on: Mar 03, 2022 | 5:44 PM
Share

মস্কো : রাশিয়া-ইউক্রেন সংঘাতের আজ অষ্টমী। ২৪ ফেব্রুয়ারি সকালবেলা ইউক্রেনের উপর সামরিক অভিযান চালানোর ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত এক সপ্তাহ ধরে ইউক্রেনের বুকে বহু ধ্বংসলীলা চাক্ষুষ করেছে গোটা বিশ্ব। ইউক্রেনের উপর রাশিয়ার নজরে প্রথম থেকেই সরব হয়েছিল আমেরিকা। ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ডনবাসের লুহানস্ক এবং ডোনেৎস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার পর ইউক্রেনে রাশিয়ার বিভিন্ন সংস্থার উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা। ইউক্রেনে রুশ সেনাবাহিনীর হামলা শুরু হওয়ার পর থেকে আমেরিকার পথেই হেঁটেছে বিশ্বের আরও অনেক দেশ। জাপান, আমেরিকা, ব্রিটেন সহ একাধিক দেশ রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে। মুখ ফিরিয়ে নিয়েছে রাশিয়ার থেকে। বিশ্বের একাধিক দেশের সিদ্ধান্তে ক্ষুণ্ণ পুতিন সাম্রাজ্য। একাধিকা দেশের এহেন সিদ্ধান্তে অভিমানী হয়ে কী করল পুতিন বাহিনী?

গতকাল টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেন রাশিয়ার অন্তরীক্ষ সংস্থার (Roscosmos) প্রধান দিমিত্রি রোগোজ়িন। রোগোজ়িনের টুইটের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “বাইকোনুরে থাকা লঞ্চারগুলি সিদ্ধান্ত নিয়েছে কিছু কিছু দেশের পতাকা ছাড়া আমাদের রকেট আরও সুন্দর দেখাবে।” টুইটে শেয়ার করা ভিডিয়োতেই দেখা গিয়েছে, সেই সংস্থার কর্মীরা রকেটের গা থেকে ভিন দেশের জাতীয় পতাকার ছবি ঢেকে দিচ্ছেন। তবে বাদ দেওয়া হয়েছে ভারতের পতাকাকে। কাজ়াখস্তানের বাইকোনুর কসমোড্রোম (Baikonur Cosmodrome)-এ থাকা একটি সয়ুজ রকেটের গায়ে থাকা জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের পতাকা ঢেকে দিচ্ছেন কর্মীরা। তবে ভারতীয় পতাকাকে অক্ষতই রাখা হয়েছে বলে দেখা গিয়েছে। তবে এটি কীসের ইঙ্গিত?

প্রসঙ্গত, জাপান, আমেরিকা এবং ব্রিটেন রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে। যেখানে রাশিয়া-ইউক্রেনের সংঘাতের সমালোচনা করেছে ভারত। কূটনৈতিক আলোচনা ও বৈঠকের মাধ্যমে এই সংঘাতে ইতি টানার পরামর্শও দিয়েছে ভারত। তবে রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাবে ভোটদান থেকে বিরত থেকেছে ভারত। রাশিয়ার বিরুদ্ধে সরাসরি কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি ভারতকে। তাই এই সম্ভাবনা উঁকি দিচ্ছেই যে রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকে বিরত থেকে রাশিয়াকে না চটানোর জন্যই ভারতের পতাকাকে ঢেকে ফেলা থেকে রেহাই দেওয়া হল!

আরও পড়ুন : PM Modi to Join QUAD Meeting: ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ আবহে আমেরিকা-জাপান-অস্ট্রেলিয়ার রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠকে বসছেন নমো