Ukraine Marijuana: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জিততে ‘গাঁজা’ সেবন বৈধ করল ইউক্রেন

Ukraine Marijuana: ২০২৪-এর ফেব্রুয়ারিতে দুই বছর পূর্ণ হতে চলেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। এই দীর্ঘ যুদ্ধের প্রভাবে এখন হাজার হাজার ইউক্রেনীয় পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছে। আর এই সমস্যার মোকাবিলা করতেই, গাঁজা সেবন বৈধ করল পূর্ব ইউরোপের এই দেশ।

Ukraine Marijuana: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জিততে 'গাঁজা' সেবন বৈধ করল ইউক্রেন
যুদ্ধের ধুসরতা কাটাবে গাঁজার সবুজ?Image Credit source: AFP and Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2023 | 2:37 PM

কিয়েভ: গোটা বিশ্বের নজর এখন পশ্চিম এশিয়ায়। হামাসের-ইজরায়েল যুদ্ধ চলছে। তবে, তার আড়ালে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধও। সম্প্রতি ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে, আরও ৫ লক্ষ নাগরিককে সেনাবাহিনীতে যুক্ত করতে পারলেই যুদ্ধ জয়ের সম্ভাবনা রয়েছে। কিন্তু, বাধ সেধেছেন খোদ ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তাদের বিস্তৃত পরিকল্পনা জেনে তবেই তিনি এই প্রস্তাব অনুমোদন করবেন বলে জানিয়েছেন তিনি। আসলে, এই বিপু সংখ্যক নাগরিককে সেনায় যোগ দেওয়াতে, ইউক্রেনের অন্তত ১৩.৪ বিলিয়ন মার্কিন ডলার বা ১ লক্ষ কোটি টাকারও বেশি অর্থ প্রয়োজন। তবে, তার থেকেও বড় প্রশ্ন লড়বে কারা? অধিকাংশ ইউক্রেনীয় নাগরিকই এখন পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি-তে ভুগছেন। আর এই সমস্যার মোকাবিলা করতেই, গাঁজা সেবন বৈধ করল পূর্ব ইউরোপের এই দেশ।

২০২৪-এর ফেব্রুয়ারিতে দুই বছর পূর্ণ হতে চলেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। এই দীর্ঘ যুদ্ধের প্রভাবে এখন হাজার হাজার ইউক্রেনীয় পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছে। এটি একটি মানসিক স্বাস্থ্যগত সমস্যা। যুদ্ধ, বা যুদ্ধের মতো কোনও ভয়ঙ্কর ঘটনা প্রত্যক্ষ করলে বা অনুভব করলে মানুষের মনে এই রোগ হয়। সেই ভয়ঙ্কর ঘটনার ফ্ল্যাশব্যাক চলে মনের মধ্যে। দুঃস্বপ্ন, গুরুতর উদ্বেগ, অনিয়ন্ত্রিত চিন্তাভাবনা চলে মনের ভিতর। এই ভয়ানক মানসিক স্বাস্থ্যগত পরিস্থিতির মধ্যে, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) গাঁজা সেবন বৈধ করার পক্ষে ভোট দিল ইউক্রেনীয় সংসদ।

বিশ্বের অধিকাংশ দেশেই গাঁজা সেবন নিষিদ্ধ। হাতো গোনা কয়েকটি দেশে বিনোদনমূলক উদ্দেশ্যে এর ব্যবহার আছে। ইউক্রেনেও এতদিন গাঁজা সেবন নিষিদ্ধই ছিল। কিন্তু, যুদ্ধ-বিধ্বস্ত দেশে মূলত পিটিএসডি সংকটের মোকাবিলাতেই এই পদক্ষেপ করল ইউক্রেন সংসদ। ইউক্রেনের সংসদে এই বিষয়ক একটি খসড়া বিল পেশ করেছিলেন সেই দেশের প্রধানমন্ত্রী ডেনিস স্মিহাল। সংসদের ৪০১ জন সদস্যের মধ্যে ২৪৮ জনই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে অনুযায়ী, বিলটি এখন পাশ হলেও, নতুন আইন কার্যকর হতে অন্তত ছয় মাস সময় লাগবে। ইউক্রেনীয় সাংসদদের মতে, গাঁজা সেবন বৈধ ইউক্রেনীয় নাগরিকদের ট্রমার উপসর্গগুলির নিরাময়ে সহায়ক হতে পারে।

তবে, শুধু ইউক্রেনে থেকে যাওয়া নাগরিকদেরই নয়, প্রতিবেশী দেশগুলিতে পালিয়ে গিয়েছেন যে সকল শরণার্থীরা, তারাও ব্যাপক মানসিক স্বাস্থ্যগত ক্ষতির মুখে পড়েছেন। রাষ্ট্রপুঞ্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, পোল্যান্ডে আশ্রয় নেওয়া ইউক্রেনীয় মহিলা শরণার্থীদের ৬০ শতাংশেরও বেশি গুরুতর মানসিক সমস্যায় ভুগছেন। পোল্যান্ডে ইউনিসেফ রিফিউজি রেসপন্স অফিসের প্রধান, ড. রাশেদ মোস্তাফা সারওয়ার জানিয়েছেন, ইউক্রেনের যুদ্ধের মানসিক সামাজিক ক্ষতির পরিমাণ অপরিসীম। তাই এই সমীক্ষার ফলাফল মোটেই অবাক করা নয়।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি সরকারিভাবে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কার্যালয়, চলতি মাসের শুরুতে জানিয়েছিল, এই যুদ্ধএ অন্তত ১০,০৬৫ জন অসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে প্রকৃত মৃতের সংখ্যা এর থেকে অনেক বেশি বলে মনে করা হয়। যুদ্ধের কারণে ১ কোটির বেশি মানুষ বাস্তুচ্যুতও হয়েছেন।