Russia-Ukraine War: ‘রাশিয়াতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে’, পুতিনের দিকে আঙুল তুলল রাষ্ট্রপুঞ্জ

Vladimir Putin: এই মুহূর্তে আল নাশিফ নতুন প্রধান ভলকার তুর্ক মিশেল ব্যাচেলেটের স্থলাভিষিক্ত না হওয়া পর্যন্ত মানবাধিকারের জন্য ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

Russia-Ukraine War: 'রাশিয়াতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে', পুতিনের দিকে আঙুল তুলল রাষ্ট্রপুঞ্জ
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 12, 2022 | 5:09 PM

জেনেভা: ছ’মাসের বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) চলছে। দুই দেশের শীর্ষ আধিকারিকদের মধ্যে একাধিকবার আলোচনা সত্ত্বেও এখনও যুদ্ধ থামেনি। সোমবার রাষ্ট্রপুঞ্জের (United Nations) মানবাধিকার বিভাগের কার্যনির্বাহী প্রধান নাদা আল নাশিফ রুশ সরকারকে কটাক্ষ করে জানিয়েছে, সেদেশের জনগণের যে অংশ ইউক্রেনে যুদ্ধ বিরোধিতা করছেন, তাদের ভয় দেখানো হচ্ছে। এই ধরনের কার্যকলার মৌলিক অধিকারে হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয় বলে জানিয়েছেন তিনি।

রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের সামনে কথা বলার সময় নাশিফ জানিয়েছেন, রাশিয়াতে যুদ্ধের বিরুদ্ধে যারা আওয়াজ তুলছে তাদের ভয় দেখানোর পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভিন্ন দমনমূলক পদক্ষেপ ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সতর্ক করে তিনি জানিয়েছেন, “স্বাধীন সমাবেশ, মতপ্রকাশ এবং সমিতির অধিকারসহ সাংবিধানিক ও মৌলিক স্বাধীনতার কাজকর্মকে ক্ষুণ্ন করছে।”

এই মুহূর্তে আল নাশিফ নতুন প্রধান ভলকার তুর্ক মিশেল ব্যাচেলেটের স্থলাভিষিক্ত না হওয়া পর্যন্ত মানবাধিকারের জন্য ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। রাশিয়াতে সাংবাদিকদেরকেও চাপ, ইন্টারনেট পরিষেবা বন্ধ এবং অন্যান্য ধরনের নিষেধাজ্ঞার নিন্দাও শোনা গিয়েছে তাঁর মুখে।

এই প্রসঙ্গে আল নাশিফ বলেন, “এই আচরণ সংবাদমাধ্যমের বহুত্ববাদের সঙ্গে বেমানান এবং তথ্য গ্রহণের অধিকারেরও বিরুদ্ধে। রুশ সরকারকে ‘বিদেশী এজেন্ট’ লেবেল সম্প্রসারণের জন্য নেওয়া ব্যবস্থা পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করছি ‘বিদেশি প্রভাবের অধীনে’ বলে বিবেচিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করছি।” ক্রেমলিনের কাছে বিদেশী বা আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে অঘোষিত যোগাযোগকে অপরাধীকরণ করার সিদ্ধান্ত থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন নাশিফ।

উল্লেখ্য, চলতি মাসেই রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিল ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছিল। রাশিয়ার মধ্যে মানাবাধিকার লঙ্ঘনের নিয়ে বক্তব্যে পেশের জন্য রাষ্ট্রপুঞ্জের ওপর চাপ রয়েছে। আগামী দিনে যুদ্ধ পরিস্থিতি কবে নিয়ন্ত্রণে আসে, সেটাই এখন দেখার।