নৌসেনা দিবসে জোড়া উপহার পেল ভারত! আমেরিকার সঙ্গে সামরিক সরঞ্জামের চুক্তি ও প্রকাশ্যে অত্যাধুনিক হেলিকপ্টারের ‘ফার্স্ট লুক’
পেন্টাগন জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে ভারতের ৩ সেনা বাহিনীই উপকৃত হবে।
ওয়াশিংটন: নৌসেনা দিবসেই (Navy Day) জোড়া উপহার এল ভারতের কাছে। ৯ কোটি মার্কিন ডলার অর্থাৎ প্রায় ৬৬৩ কোটি টাকার সামরিক সরঞ্জামের চুক্তিতে সবুজ সঙ্কেত দিল আমেরিকা। বৃহস্পতিবার প্রতিরক্ষা বিভাগের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন (DSCA) এজেন্সি জানিয়েছে, এই চুক্তি ভারত ও আমেরিকার সুসম্পর্ককে আরও মজবুত করবে।
এই চুক্তিতে আমেরিকার (USA) কাছ থেকে ভারত বিভিন্ন বিষয়ে সাহায্য পেতে চলেছে। তালিকায় রয়েছে এয়ারক্রাফ্টের বিভিন্ন সরঞ্জাম, কার্টিজ অ্যাকচুয়েটেড ডিভাইস, প্রপেল্যান্ট অ্যাকচুয়েটেড ডিভাইস, অগ্নি নির্বাপক কার্তুজ, উন্নত রাডার-সহ বিভিন্ন ল্যাব সরঞ্জামের সহায়তা।
আরও পড়ুন: মঙ্গলবার কৃষকদের ডাকে সারা ভারত বনধ
This #NavyDay, we are proud to share the first look of the #IndianNavy’s #MH60R in all its glory. #RomeoForIndia ??#NavyDay2020 pic.twitter.com/vZoOgFq4DH
— Lockheed Martin India (@LMIndiaNews) December 4, 2020
পেন্টাগন জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে ভারতের ৩ সেনা বাহিনীই উপকৃত হবে। তার সঙ্গে স্থানীয় ও আন্তর্জাতিক যে কোনও দুর্যোগের সময় কাজে আসবে এই সরঞ্জাম ও সমর্থনের চুক্তি। ২০১৬ সাল থেকে আমেরিকার প্রতিরক্ষার প্রধান অংশীদার ভারত। অন্য দিকে আজকেই ভারতকে নৌ দিবসের শুভেচ্ছা জানিয়ে আমেরিকার প্রতিরক্ষা ফার্ম লকহিড মার্টিন ভারতের জন্য তৈরি এমএইচ-৬০আর হেলিকপ্টারের প্রথম ছবি প্রকাশ্যে এনেছে। টুইট করে সে কথা জানিয়েছে মার্কিন ফার্ম। আগামী বছরই ভারতে আসবে ২৪ টি এমএইচ হেলিকপ্টার। অত্যাধুনিক এই হেলিকপ্টারকে যেকোনও এয়ারক্রাফ্ট থেকে নিয়ন্ত্রণ করা যায়।