Donald Trump Travel Ban: পাকিস্তান সহ ৪১টি দেশের নাগরিকদের আমেরিকায় ‘নো এন্ট্রি’! বড় সিদ্ধান্তের পথে ট্রাম্প
Travel Ban: সূত্রের খবর, এই ৪১টি দেশকে তিনটি গ্রুপে ভাঙা হয়েছে। প্রথম গ্রুপ বা তালিকায় রয়েছে আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা, উত্তর কোরিয়া সহ ১০টি দেশ। তাদের নাগরিকদের ভিসা সম্পূর্ণ বাতিল করে দেওয়া হবে।

ওয়াশিংটন: পাকিস্তানিদের আমেরিকায় ঢোকাই বন্ধ করে দিচ্ছেন ট্রাম্প? জল্পনা তেমনই। মার্কিন প্রেসিডেন্ট তৈরি করছেন একটা দীর্ঘ তালিকা। সেখানে রয়েছে ৪১টি দেশের নাম। এদের নাগরিকদের উপরে ব্যান বা প্রবেশে নিষেধাজ্ঞা চাপাতে পারেন ট্রাম্প। সেই তালিকাতেই রয়েছে পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশের নাম।
জানা গিয়েছে, অনুপ্রবেশ ও বেআইনি বসবাসকারীদের উপরে রাশ টানতেই নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিতে চলেছেন ট্রাম্প। সংবাদসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান সহ মোট ৪১টি দেশের উপরে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে।
সূত্রের খবর, এই ৪১টি দেশকে তিনটি গ্রুপে ভাঙা হয়েছে। প্রথম গ্রুপ বা তালিকায় রয়েছে আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা, উত্তর কোরিয়া সহ ১০টি দেশ। তাদের নাগরিকদের ভিসা সম্পূর্ণ বাতিল করে দেওয়া হবে।
দ্বিতীয় গ্রুপে রয়েছে ৫টি দেশ। এর মধ্যে রয়েছে হাইতি, লাওস, মায়ানমার, দক্ষিণ সুদান ও এরিট্রিয়া। তাদের উপরে আংশিক নিষেধাজ্ঞা চাপানো হবে। এতে পর্যটক ও স্টুডেন্ট ভিসা পেতে সমস্যা হবে।
তৃতীয় গ্রুপে রয়েছে ২৬টি দেশ। পাকিস্তান, ভুটান, মায়ানমারের মতো দেশের নাম রয়েছে তাতে। যদি ৬০ দিনের মধ্যে সরকার সমস্য়া সমাধানের চেষ্টা না করে, তবে মার্কিন ভিসা বাতিল করে দেওয়া হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত সরকার এই তালিকায় চূড়ান্ত সিলমোহর দেয়নি। তালিকায় বদলও হতে পারে।
প্রসঙ্গত, প্রথমবার যখন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প নির্বাচিত হয়েছিলেন, তখন তিনি ৭টি মুসলিম প্রধান রাষ্ট্রের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।





