Joe Biden-Rishi Sunak: কী কাণ্ড! ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চিনতেই পারলেন না মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, দেখুন ভিডিয়ো
Viral Video: ব্রিটেনের প্রধানমন্ত্রীকে ঠেলে সরিয়ে অন্য এক আধিকারিকের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের হাত মেলানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায় ওই ভিডিয়ো।
লন্ডন: এ কী কাণ্ড, ব্রিটেনের প্রধানমন্ত্রীকে চিনতেই পারলেন না মার্কিন প্রেসি়ডেন্ট! আয়ারল্যান্ডের বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন(Joe Biden)-কেই স্বাগত জানাতে গিয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)। কিন্তু তাঁকে চিনতেই পারলেন না মার্কিন প্রেসিডেন্ট। কার্যত সুনককে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিলেন তিনি। হাত মেলালেন ব্রিটেন সেনার এক শীর্ষ আধিকারিকের সঙ্গে। গোটা ঘটনায় হতভম্ব হয়ে যান সুনক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ভিডিয়ো (Viral Video)।
মঙ্গলবার গুড ফ্রাইডে শান্তি চুক্তির ২৫ তম বর্ষপূর্তি উপলক্ষে উত্তর আয়ারল্যান্ডে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বেলফেস্ট আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে গিয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। তবে তাঁকে প্রথমে চিনতেই পারেননি বাইডেন।
US President Joe Biden dismisses Rishi Sunak and instead greets a white man in military uniform, assuming him to be the PM of Great Britain? ??
— The Poll Lady (@ThePollLady) April 13, 2023
ব্রিটেনের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে দেখে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দেন। কোনওভাবে হাত মিলিয়েই কার্যত ঠেলে সরিয়ে দেন বাইডেন। হাত মেলান বিমানবন্দরে উপস্থিত অন্য মন্ত্রী ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে।
?
Joe Biden pushes Rishi Sunak out the way to greet someone else as he didn’t recognize the UK PM
— Russian Market (@runews) April 12, 2023
ব্রিটেনের প্রধানমন্ত্রীকে ঠেলে সরিয়ে অন্য এক আধিকারিকের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের হাত মেলানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায় ওই ভিডিয়ো। নেটিজেনদের দাবি, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনককে চিনতেই পারেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ভিডিয়োটি ভালভাবে দেখলে দেখাব যাবে, ঋষি সুনকের সঙ্গে হাত মিলিয়েছেন জো বাইডেন। তাঁর হাতে হালকা চাপড়ও দেন তিনি। যদিও পরে রাতেই বেলফেস্টের হোটেলে একান্ত বৈঠক করেন জো বাইডেন ও ঋষি সুনক। দুই দেশের মধ্যে সম্পর্ক খুব ভাল রয়েছে বলেই জানান তাঁরা।