Mary Millben: ‘ন্যায়বিচার পাবে মণিপুর’, প্রধানমন্ত্রী মোদীর উপর অগাধ আস্থা মার্কিন গায়িকার

US singer Mary Millben: মার্কিন মুলুক থেকে আফ্রিকান-আমেরিকান অভিনেত্রী তথা গায়িকা মেরি মিলবেনও নরেন্দ্র মোদীর উপর তাঁর গভীর আস্থা ব্যক্ত করলেন। তাঁর মতে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মানুষের জন্য সবসময় লড়াই করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Mary Millben: 'ন্যায়বিচার পাবে মণিপুর', প্রধানমন্ত্রী মোদীর উপর অগাধ আস্থা মার্কিন গায়িকার
মণিপুর ইস্যুতে মোদীতে আস্থা মার্কিন গায়িকার Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2023 | 11:54 AM

ওয়াশিংটন: বৃহস্পতিবার (১০ অগস্ট), লোক সভায় ধ্বনিভোটে পরাস্ত হয়েছে বিরোধী জোট ইন্ডিয়ার আনা অনাস্থা প্রস্তাব। মণিপুরের হিংসার বিষয়ে আলোচনা চেয়েই এই অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধীরা। অনাস্থা বিতর্কের আলোচনায় বারংবারই ট্রেজারি বেঞ্চ থেকে বলা হয়েছে, বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনলেও, দেশের মানুষের আস্থা আছে মোদী সরকারের উপর। এবার মার্কিন মুলুক থেকে আফ্রিকান-আমেরিকান অভিনেত্রী তথা গায়িকা মেরি মিলবেনও নরেন্দ্র মোদীর উপর তাঁর গভীর আস্থা ব্যক্ত করলেন। তাঁর মতে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মানুষের জন্য সবসময় লড়াই করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেছেন, কোনও সারবত্তা ছাড়াই উচ্চস্বরে স্লোগান দিয়ে যাবে বিরোধীরা, কিন্তু, সত্যি সর্বদা মানুষকে মুক্তি দেবে।

বৃহস্পতিবারই, তাঁর সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। একই দিনে, তাঁর এক্স হ্যান্ডেলে মেরি মিলবেন বলেছেন, “সত্যিটা হল, ভারতের মানুষের তাদের নেতার প্রতি আস্থা অটুট রয়েছে। মণিপুরের মা, মেয়ে এবং মহিলারা ন্যায়বিচার পাবেন এবং প্রধানমন্ত্রী মোদী সবসময় আপনাদের স্বাধীনতার জন্য লড়াই করবেন। যারা সাংস্কৃতিক উত্তরাধিকারকে অসম্মান করে, শিশুদের তাদের দেশের জাতীয় সঙ্গীত গাওয়ার অধিকার অস্বীকার করে এবং বিদেশে নিজের দেশকে হেয় করে, তাদের নেতা বল যায় না। তাঁরা আসলে নীতিহীন।”

চলতি বছরের জুন মাসে মার্কিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় তাঁর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মেরি মিলবেনের। ওয়াশিংটন ডিসির রোনাল্ড রেগান ভবনে ভারতীয় সম্প্রদায়ের সামনে ভাষণ দিয়েছিলেন মোদী। সেই অনুষ্ঠানে ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করেছিলেন মিলবেন। তবে, তাঁর নাম ভারতীয়রা জেনেছিল আরও এক অন্য কারণে। জাতীয় সঙ্গীত গাওয়ার পর, প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানিয়ে মিলবেন তাঁর পা ছুঁয়ে প্রণাম করেছিলেন এবং তাঁর আশীর্বাদ চেয়েছিলেন।

বৃহস্পতিবার, প্রায় বিরোধীশূন্য লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, মণিপুরে শান্তি ফেরাতে সবরতম প্রচেষ্টা চালাচ্ছে রাজ্য ও কেন্দ্র। মহিলাদের বিরুদ্ধে অপরাধে জড়িতদের কঠোরতম শাস্তি দেওয়া হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, গোটা দেশ মণিপুরের জনগণের পাশে আছে। তিনি আরও বলেন, মণিপুর নিয়ে আলোচনা করার সাহস ও ইচ্ছা কোনওটাই বিরোধীদের নেই।