Irom Dome Systems: ইজরায়েল থেকে কেনা ‘আয়রন ডোম’ ইজরায়েলকেই ফিরিয়ে দিচ্ছে আমেরিকা

Iron Dome Systems: ইজরায়েলের কাছ থেকে আগেই দুটি আয়রন ডোম ডিফেন্স সিস্টেম কিনেছিল আমেরিকা। এবার হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে সেই দুটি প্রতিরক্ষা ব্যবস্থা তেল আবিবকে ফিরিয়ে দিতে চলেছে আমেরিকা, এমনটাই সূত্রের দাবি। তাহলে কি ইজরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার উপর থেকে আস্থা চলে গেল মার্কিনিদের?

Irom Dome Systems: ইজরায়েল থেকে কেনা 'আয়রন ডোম' ইজরায়েলকেই ফিরিয়ে দিচ্ছে আমেরিকা
ইজরায়েলকে রক্ষা করে চলেছে আয়রন ডোমImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 20, 2023 | 9:25 AM

ওয়াশিংটন: সবথেকে উন্নত ‘এয়ার ডিফেন্স সিস্টেম’, অর্থাৎ, আকাশপথে হামলা ঠেকানোর ব্যবস্থা হিসেবে গোটা বিশ্বে পরিচিত ইজরায়েলের ‘আয়রন ডোম’। তবে, ৭ অক্টোবর হামাসের মুহূর্মুহূ রকেট হামলা ঠেকাতে পারেনি এই প্রতিরক্ষা ব্যবস্থা। একসঙ্গে হাজার হাজার রকেট নিক্ষেপ করে এই উন্নত সামরিক ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছিল হামাস বাহিনী। এদিকে, ইজরায়েলের কাছ থেকে আগেই দুটি আয়রন ডোম ডিফেন্স সিস্টেম কিনেছিল আমেরিকা। এবার হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে সেই দুটি প্রতিরক্ষা ব্যবস্থা তেল আবিবকে ফিরিয়ে দিতে চলেছে আমেরিকা, এমনটাই সূত্রের দাবি। তাহলে কি ইজরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার উপর থেকে আস্থা চলে গেল মার্কিনিদের?

প্রশান্ত মহাসাগরের উত্তরে অবস্থিত গুয়াম দ্বীপ। কৌশলগত ভাবে আমেরিকার কাছে এই দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিনের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে এই দ্বীপটিকে রক্ষা করতে আয়রন ডোম ব্যবস্থা কিনেছিল পেন্টাগন। গাজা ভূখণ্ডের সীমান্তে এই ব্যবস্থাকে কাজে লাগায় ইজরায়েল। তবে, চলতি যুদ্ধের সময় একটি আয়কন ডোম ব্যবস্থায় যেন কাজ হচ্ছে না। তাই, এই যুদ্ধের প্রেক্ষিতে, ইজরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতে, ইজরায়েলের থেকেই কেনা দুটি আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ইজরায়েলকেই ধার দেবে বলে ঠিক করেছে আমেরিকা।

মার্কিন প্রশাসনের এক কর্তা এবং মার্কিন কংগ্রেসের এক সহযোগী জানিয়েছেন, বাইডেন প্রশাসন, যত দ্রুত সম্ভব ইজরায়েলের হাত শক্ত করতে চাইছে। সূত্রের খবর, বুধবার মার্কিন কংগ্রেসের সদস্যদের, সেই দেশের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ইজরায়েলকে আয়রন ডোম সিস্টেমগুলি ইজারা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ, আয়রন ডোম ব্যবস্থাগুলির মালিকানা থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতেই, তবে,ইজরায়েলকে তারা সেগুলি সাময়িকভাবে ব্যবহার করতে দেওয়া হবে। কয়েক দিনের মধ্যে আয়ওরন ডোম ব্যবস্থাদুটি ইজরায়েলে পাঠানো হতে পারে। এই বিষয়ে অবশ্য এখনও মন্তব্য করতে রাজি হয়নি পেন্টাগন। আগেই হোয়াইট হাউস জানিয়েছিল, ইজরায়েলের অতিরিক্ত নিরাপত্তা চাহিদা যত দ্রুত সম্ভব পূরণ করা হবে।

ইজরায়েলের রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র প্রস্তুতকারক সংস্থা ‘রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম’ এই আয়রন ডোম ব্যবস্থা তৈরি করেছিল। ২০০৬ সালে লেবানন থেকে হিজবুল্লাহ গোষ্ঠীর রকেট হামলার সময় লেবানন সীমান্তে এবং ২০০৭ সালে গাজা ভূখণ্ডের দখল হামাসের হাতে যাওয়ার পর থেকে গাজা সীমান্তে এই ব্যবস্থা স্থাপন করেছে ইজরায়েল। ২০২২-এর অগস্টে, ইজরায়েল জানিয়েছিল, প্যালেস্তিনীয় যোদ্ধাদের ছোড়া রকেটের ৯৭ শতাংশই প্রতিহত করে আয়রন ডোম। তবে, সাম্প্রতিক হামাস হামলার সময় এই প্রতিরোধ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রস্ন তুলে দিয়েছে।