AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Video: হাতে একে-৪৭, পরনে ক্যামোফ্লাজ, পায়ের নিজে চাকা – তালিবান পুলিশের ‘স্টাইল’ তো দেখুন

Taliban rollerblade video: অস্ত্রশস্ত্রের ব্যবহার এবং টহলদারির ক্ষেত্রে একেবারে অত্যাধুনিক সমাজকে টক্কর দিচ্ছে তালিবানরা। হাতে একে-৪৭ রাইফেল, পরনে ক্যামোফ্লাজ পোশাক এবং পায়ের নিজে রোলারব্লেড - সম্প্রতি কাবুলের রাস্তায় এইভাবেই দেখা গেল তালিবান সরকারের জননিরাপত্তা পুলিশের কয়েকজন সদস্যকে।

Video: হাতে একে-৪৭, পরনে ক্যামোফ্লাজ, পায়ের নিজে চাকা - তালিবান পুলিশের 'স্টাইল' তো দেখুন
অত্যাধুনিক কায়দায় শহরে টহলদারি তালিবান পুলিশেরImage Credit: Twitter
| Edited By: | Updated on: Nov 16, 2023 | 10:17 PM
Share

কাবুল: শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে মহিলাদের অংশগ্রহণের বিষয়ে, তালিবান যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়ে গিয়েছে। ক্ষমতা পূনর্দখলের পর, একে একে আফগান মহিলা ও মেয়েদের উপর, আগের জমানার সব তালিবানি আইন চাপিয়ে দিয়েছে তারা। তবে, অস্ত্রশস্ত্রের ব্যবহার এবং টহলদারির ক্ষেত্রে একেবারে অত্যাধুনিক সমাজকে টক্কর দিচ্ছে তারা। হাতে একে-৪৭ রাইফেল, পরণে ক্যামোফ্লাজ পোশাক এবং পায়ের নিজে রোলারব্লেড – সম্প্রতি কাবুলের রাস্তায় এইভাবেই দেখা গেল তালিবান সরকারের জননিরাপত্তা পুলিশের কয়েকজন সদস্যকে।

এই বিষয়ে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ২ মিনিট ২০ সেকেন্ডের এই ভিডিয়ো দেখা যাচ্ছে সামরিক উর্দি এবং স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত তালিবানি পুলিশ বাহিনীর সদস্যরা কাবুলের ব্যস্ত রাস্তায়, গাড়িঘোড়ার মধ্য দিয়ে স্কেটিং করতে করতে এগিয়ে চলেছে। তাদের পাশে পাশে চলেছে নিরাপত্তা বাহিনীর একটি সাঁজোয়া গাড়ি। মাঝে মাঝে সেই চলমান গাড়িটি ধরে গতি বাড়িয়ে নিচ্ছে তালিবানি পুলিশ। তারপর, সাঁজোয়া গাড়িটির সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে রাস্তা ধরে।

কাবুল পুলিশের মুখপাত্র, মুসলিম আফগান, ভিডিয়োটি সত্যি বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ভিডিয়োতে যাদের স্কেটিং করতে দেখা যাচ্ছে, তারা সত্যি সত্যিই তালিবান স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ পুলিশের কর্তা। তালিবান নিরাপত্তা দলের তরুণ সদস্যদের স্কেটিংয়ের দক্ষতা দেখে তিনি আনন্দও প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “এটা ভারসাম্য এবং শারীরিক শক্তির এক অনন্য এবং বিনোদনমূলক প্রদর্শন। বিশ্বের অন্যান্য অংশে এই দৃশ্য সাধারণ হলেও, কাবুলের রাস্তায় এই ছবি দেখাটা অস্বাভাবিক। এই ভিডিয়োতে, আমাদের ফিগার স্কেটারদের গতিবিধি ধরা পড়েছে। সাধারণ মানুষের প্রতিক্রিয়াও তুলে ধরা হয়েছে। তবে, এটি ভিডিয়োটির প্রথম অংশ মাত্র। পরবর্তী অংশগুলির জন্য অপেক্ষা করুন!”

১১ নভেম্বর প্রথমে ইউটিউবে ২২-মিনিটের মূল ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল। শিরোনাম ছিল, ‘কাবুলের রাস্তায় ফিগার স্কেটিং-এর সামরিক পারফরম্যান্সের প্রথম অংশ’। তারপর থেকে ভিডিয়োটির একটি অংশ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ছড়িয়ে পড়েছে। ২০২১ সালের ১৫ অগস্ট, মার্কিন ও ন্যাটো বাহিনীর হামলার প্রায় দুই দশক পর, আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের শাসনক্ষমতা পুনর্দখল করেছিল তালিবানরা। তারপর থেকে দেশে তাদের সেই অর্থে কোনও বিরোধিতার সম্মুখীন হতে হয়নি। তবে, সাম্প্রতিক মাসগুলিতে সেই দেশে আইএস গোষ্ঠীর সন্ত্রাসবাদী হামলা ক্রমে বাড়ছে। রোলারস্কেটার পুলিশ কি জঙ্গি দমনে সফল হবে? তবে তার থেকেও বড় প্রশ্ন উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটির তলায় অনেকেই কমেন্ট করেছেন, মহিলাদের এগিয়ে নিয়ে আসার ক্ষেত্রে কবে এতটা আধুনিকতা দেখাতে পারবে তালিবান গোষ্ঠী?