ভিডিয়ো: ঘাড়ের উপর ‘মৃত্যুদূত’! আফগানি সঞ্চালক বললেন, ‘ভয় পাবেন না, সব ঠিক আছে’

নিজের প্রাণ হাতে নিয়ে বন্দুকের শাসানির মাঝেই সাক্ষাৎকার নিতে বাধ্য হলেন সঞ্চালক।

ভিডিয়ো: ঘাড়ের উপর 'মৃত্যুদূত'! আফগানি সঞ্চালক বললেন, 'ভয় পাবেন না, সব ঠিক আছে'
ছবি-Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 30, 2021 | 5:31 PM

কাবুল: তালিবান যেন সাক্ষাৎ মৃত্যুর দূত হয়ে নেমে এসেছে আফগানিদের সামনে। বন্দুকের নলের জোরে একটা দেশে দখল নেওয়া শক্তি যে কী বিপজ্জনক হতে পারে, তা যেন এখন টের পেতে শুরু করেছেন আফগানি জনতা। ঠিক কতটা ভয় এবং আতঙ্কের পরিবেশে আফগানিদের প্রতিটি দিন কাটছে, সোমবার তার জলজ্যান্ত প্রমাণ দেখতে পেল গোটা বিশ্ববাসী। যখন এক তালিবানি নেতার সাক্ষাৎকার নেওয়া হল বন্দুকধারী তালিবানি জঙ্গিদের ঘেরাটোপে। নিজের প্রাণ হাতে নিয়ে বন্দুকের শাসানির মাঝেই সাক্ষাৎকার নিতে বাধ্য হলেন সঞ্চালক।

ক্ষমতার দখল নেওয়ার পর তালিবানিদের বলতে শোনা গিয়েছিল যে, তারা চায় যেন সংবাদ মাধ্যম স্বাধীন ভূমিকা পালন করে। যত দিন গড়াচ্ছে, সেই ‘স্বাধীনতার’ নমুনা ততই পরিষ্কার হচ্ছে। আফগান টেলিভিশন চ্যানেলের এই অনুষ্ঠানের ৪২ সেকেন্ডের ভিডিয়ো ক্লিপটি প্রকাশ্যে এনেছেন বিবিসি-র সাংবাদিক কিয়ান শারিফি এবং ইতালিয়ান সাংবাদিক তথা সমাজকর্মী মাসিহ আলিনেজাদ। সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে, এক তালিবানি নেতা ও সঞ্চালকের মধ্যে হওয়া এই সাক্ষাৎকারে পিছনে বন্দুক হাতে দাঁড়িয়ে ৮ তালিবানি জঙ্গি। যতটা সম্ভব নিজেকে অবিচলিত রাখার চেষ্টা করলেও সঞ্চালকের মন ও মুখ যে এক কথা বলছে না, সেটা ভিডিয়োটি ভালভাবে দেখলেই স্পষ্ট হচ্ছে।

এই ভিডিয়োটির সবচেয়ে হাড় হিম করা বিষয় হল, চোখে-মুখে ভয়ের স্পষ্ট ছাপ নিয়েই বন্দুকের নলের মুখে ক্যামেরার সামনে ওই সঞ্চালককে বলতে হয়েছে, ‘‘ভয় পাবেন না। তালিবানি রাজত্বে ভয় পাওয়ার কোনও কারণ নেই।’’ এখানেই না থেমে তিনি আরও বলেন, “আফগানিস্তানের পরিস্থিতি বর্তমানে একেবারে স্বাভাবিক। কেউ ভয় পেয়ে দেশ ছেড়ে পালিয়ে যাবেন না। সব ঠিক আছে।” তিনি কথাগুলি যত বলছিলেন, তাঁর চোখ-মুখ দিয়েও অসহায়তা যেন ততই ফুটে বেরোচ্ছিল।

এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তালিবানের বিরুদ্ধে ফের একবার আওয়াজ উঠতে শুরু হয়েছে। মুখে মুখে বাক-স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বললেও তালিবান আসলে কী, সেই চিত্রই যেন তুলে ধরছে এই দৃশ্য। সঞ্চালকও যে কার্যত প্রাণের ভয়েই একের পর এক শেখানো বুলি আওড়ে যাচ্ছেন, তা নিয়েও কোনও সন্দেহ নেই বললেই চলে। তালিবান যতই কথা দিক যে সংবাদমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা হবে। কিন্তু অন্যান্য প্রতিশ্রুতির মতো এটারও বাস্তবায়ন ঘটেনি। বরং উলটোপথে হেঁটে বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটিয়েছে। ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকির হত্যার ঘটনা এখনও তরতাজা সকলের মনে। এরই মধ্যে আজকের ঘটনা তালিবানি মিথ্যাচারের কার্যত নতুন ছবি তুলে ধরেছে বিশ্বের সামনে। আরও পড়ুন: ভারতকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ মনে করছে তালিবান! ‘চিন্তার কোনও কারণ নেই’, দিচ্ছে আশ্বাসও