ভিডিয়ো: নদীর জল বইছে উল্টোদিকে, হাওয়ায় উড়ছে বাড়ি-গাড়ি! স্থলভাগে ঢুকেই দ্বিগুণ শক্তি বাড়াল হারিকেন ‘ইদা’
Hurricane Ida: ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রতি ঘণ্টায় ২৪০ কিমি বেগে হাওয়া বইছে। বিধ্বংসী ঝড় উঠেছে গ্রান্ড আইলের লুইসিয়ানা অঞ্চলে।
ওয়াশিংটন: উলটো দিকে বইছে নদীর জল। শুনতে অদ্ভুত লাগলেও হারিকেন ইদার প্রভাবে এমন দৃশ্যই ধরা পড়েছে মিসিসিপি নদীতে। রবিবার স্থলভাগে আছড়ে পড়ার পরই ক্য়াটেগরি-৪ ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ইদা। নদীর জল উত্তর থেকে দক্ষিণে বইলেও ঝড়ের প্রভাবে দক্ষিণ থেকেই উত্তরে বয়ে যাচ্ছে নদীর জল।
জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রতি ঘণ্টায় ২৪০ কিমি বেগে হাওয়া বইছে। বিধ্বংসী ঝড় উঠেছে গ্রান্ড আইলের লুইসিয়ানা অঞ্চলে। ঘূর্ণাবত থেকেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া ইদা সোম বা মঙ্গলবারের মধ্যেই মিসিসিপি ও টেনেসিতে আছড়ে পড়তে পারে। মার্কিন আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে পোর্ট ফোরকনের উপকূল পার করেছে ঘূর্ণিঝড় ইদা। ঝড়ের প্রভাবে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে গিয়েছে ৩ লক্ষ ২ হাজারেরও বেশি বাড়ি ও অফিসে। প্রবল বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে।
Mississippi River flowing in reverse as Hurricane Ida forces vast volumes of sea water ashore!#HurricaneIda #Ida pic.twitter.com/qyzemVAofz
— Global Report (@AmerikaDC) August 29, 2021