Viral Video: চিড়িয়াখানায় ‘বাঁদরামি’ তরুণীর, ‘শাস্তি’ দিল বাঁদর!
Zoo: সম্প্রতি চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলেন এক তরুণী। সেখানে গিয়ে খাঁচাবন্দি প্রাণীদের উত্যক্ত করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
সম্প্রতি ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। সে দেশের একটি চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলেন এক তরুণী। সেই চিড়িয়াখানায় রয়েছে স্পাইডার মানকি। সেই বাঁদরের খাঁচার সামনে গিয়ে ছবি তুলছিলেন তিনি। শুধু ছবিই তোলননি, এক হাত দিয়ে বাঁদরের খাঁচা ধরে নাড়াচ্ছিলেন। বাঁদরদের মারার চেষ্টাও করেছিলেন। সে সময়ই একটি বাঁদর হাত বাড়িয়ে চেপে ধরে তরুণীর চুলের মুঠি। তা ধরে জোরে জোরে নাড়াতে থাকে ওই বাঁদর। তখন চিৎকার করতে থাকেন ওই তরুণী। বেশ কিছুক্ষণ তরুণীর চুলের মুঠি ধরেছিল ওই খাঁচাবন্দি বাঁদর। কোনও মতে তার হাত থেকে নিস্তার মেলে।
কিন্তু এখানেই শেষ হয়নি ঘটনা। বাঁদরের হাত থেকে মুক্তি পাওয়ার পর খাঁচার পাশ দিয়ে পালানোর চেষ্টা করেন ওই তরুণী। তখন আর একটি বাঁদর ফের তাঁর চুলের মুঠি ধরে। তবে এ ক্ষেত্রে দ্রুত বাঁদরের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নেন তরুণী।
এই ঘটনার ভিডিয়ো আপলোড হয়েছে টিকটকে। সেখানে তা দেখা হয়েছে ১ কোটি বারেরও বেশি। এর পর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো। তা দেখে তরুণী ‘বাঁদরামি’ ও বাঁদরের ‘শাস্তি দেওয়া’ নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা।