Russia-Ukrain Crisis: বিশ্বযুদ্ধের জয় মনে করিয়ে দিয়ে যে বার্তা দিলেন পুতিন
Russia-Ukrain Crisis: বিজয় দিবসের অনুষ্ঠানে পুতিন উল্লেখ করেন, ১৯৪৫-এর শুধু সেনাই নয়, সাধারণ মানুষও সামনে এসে লড়াই করেছিল।
মস্কো : নাজ়ি বাহিনীর হাত থেকে রাশিয়াকে যে ভাবে সেনাবাহিনী রক্ষা করেছিল, ঠিক সে ভাবেই আজও লড়াই করছে রুশ সেনা। তাই ১৯৪৫-এর মতোই জয় আসবে এবারও। রুশ বিজয় দিবসে এমন বার্তাই দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিজয় দিবসের অনুষ্ঠানে পুতিন বলেন, ১৯৪৫-এর মতো জয় আসবে আমাদেরই। গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর কথা ঘোষণা করেন পুতিন। তারপর থেকে ইউক্রেনের একের পর এক প্রদেশ চলে গিয়েছে রাশিয়ার দখলে।
বিজয় দিবসে পুতিন বিশ্বযুদ্ধের প্রসঙ্গ টেনে উল্লেখ করেন, নাজ়িবাদের জন্ম যাতে আর না হয়, সেটা দেখাই হবে আমাদের মূল দায়িত্ব। তিনি মনে করিয়ে দেন নাজ়িবাদের জন্য অনেক কষ্ট ভোগ করতে হয়েছিল সাধারণ মানুষকে। তিনি আরও উল্লেখ করেন, শুধু সেনাবাহিনীই নয়, নাজ়িবাদকে শেষ করতে অনেক আত্নত্যাগ করতে হয়েছিল সাধারণ মানুষকেও।
আর পুতিনের দাবি, বর্তমানে নতুন করে সেই নাজ়িবাদের মাথাচাড়া দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইউক্রেন ফ্যাসিবাদের গ্রাসে চলে গিয়েছে আর রাশিয়ার ওপর তার খারাপ প্রভাব পড়তে পারে বলে উল্লেখ করেছেন তিনি। ইউক্রেনের মানুষ যাতে ভবিষ্যতে শান্তিতে বসবাস করতে পারেন, তা তিনি নিশ্চিত করতে চান।
৯ মে রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই দিনই হিটলারের নাজ়ি বাহিনীকে হারিয়ে জয়ী হয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। এরপর থেকে প্রতি বছরই রাশিয়া এই দিনটি বিশেষভাবে পালন করে। সামরিক অস্ত্র নিয়ে শোভাযাত্রাও বের করা হয়।
রাশিয়ার লাগাতার হামলায় কার্যত ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে ইউক্রেন। প্রতিনিয়ত আশঙ্কা নিয়ে বেঁচে রয়েছে ইউক্রেন বাসী। এরই মধ্যে মস্কোর বিজয় দিবসের প্যারেডে পরমাণু মিসাইল সহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দেখা যাওয়ায় নতুনব করে বেড়েছে উদ্বেগ। সামরিক অস্ত্র নিয়ে যে শোভাযাত্রা বেরিয়েছে সেখানেই নানা অত্যাধুনিক অস্ত্রের দেখা মিলেছে। থার্মোনিউক্লিয়ার আরএস-২৪ ইয়ারস ব্যালেস্টিক মিসাইল দেখা গিয়েছে বলে সূত্রের খবর। সম্প্রতিই মস্কোর রাস্তায় কড়া পাহারার ঘেরাটোপে এই মিসাইল নিতে যেতে দেখা গিয়েছে।